আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা থেকে মেক্সিকোগামী একটি বিমানে মহিলা সহযাত্রীদের ফোনে নিজের অশ্লিল ছবি পাঠাচ্ছিলেন এক ব্যক্তি। এ হেন কাজ বন্ধ না করলে বিমান চালাবেন না বলে হুমকি দেন চালক। তাতেই কাজ হয়।
তিগলর মার্সালি বলে এক মহিলা যাত্রী দুই বান্ধবীর সঙ্গে উঠেছিলেন আমেরিকার হিউস্টন থেকে মেক্সিকোর কাবো সান লুকাসগামী ‘সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স’-এর একটি বিমানে। বিমান ছাড়ার মুখে হঠাৎ করেই তাঁদের ফোনে একটি বার্তা আসে। সেখানে কিছু ছবি দেখানোর অনুরোধ করেন অজ্ঞাতপরিচয় এক যাত্রী। মার্সালি প্রস্তাব গ্রহণ না করলেও তাঁর দুই বান্ধবী ছবিগুলি দেখতে রাজি হয়ে যান। দেখা যায় এক পুরুষ সহযাত্রী নিজের অশ্লিল ছবি পাঠাচ্ছিলেন তাঁদের। গোটা বিষয়টি বিমানসেবিকাদের জানান তাঁরা। আর সেই খবর বিমানকর্মীরা দেন বিমানচালককে।
ঘটনাটি শুনেই নড়েচড়ে বসেন বিমানচালক। তিনি রীতিমতো বিমানের মাইকে ঘোষণা করে বলেন, “অবিলম্বে অশ্লিলঅশ্লিল ছবি পাঠানো বন্ধ করুন, নয়তো আমি বিমান ঘুরিয়ে ফিরে যাব। যাঁরা ঘুরতে যাচ্ছেন, তাঁদের সবার ছুটি নষ্ট হয়ে যাবে।”
পাশাপাশি, বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে প্রশাসনে খবর দেওয়া হবে বলেও সাফ জানান বিমানচালক। তাঁর কড়া বার্তা পেয়ে ওই যাত্রী তড়িঘড়ি ছবি পাঠানো বন্ধ করে দেন। গোটা বিষয়টি ভিডিয়ো করছিলেন মার্সালি। ভিডিয়োটিতে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি কেবল খুনসুটি করছিলেন।
নিজের ছবি এই ভাবে আশপাশের লোকজনের মোবাইলে পাঠানোকে বলে ‘সাইবার ফ্ল্যাশিং’। এয়ার ড্রপ বলে একটি প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি পার্শ্ববর্তী বিভিন্ন ফোনে পাঠিয়ে দেওয়া যায়। চাইলে অজ্ঞাতপরিচয় কারও ফোনেও পাঠানো যায় ফাইল। এই প্রযুক্তিরই অপব্যবহার করছিলেন অভিযুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।