বিনোদন ডেস্ক : বলিউড নায়ক রণবীর কাপুরকে বুধবার মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডি তলব করেছিল। শুক্রবার (৬ অক্টোবর) ভারতের ছত্তিশগড়ের রায়পুর ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। তবে ইডির কাছ থেকে দুই সপ্তাহের সময় চেয়েছেন রণবীর।
কিন্তু এ ঘটনা কিছুটা হলেও যে রণবীরকে ভাবিয়ে তুলেছে। তা বোঝা গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে। এতে দেখা গেছে ছবি শিকারিদের উপর মেজাজ হারাচ্ছেন ঋষিপুত্র। যে রণবীর, ক্যামেরাম্যানদের দেখলে হেসে কথা বলতেন, সেই রণবীরই হঠাৎ ক্যামেরা দেখতেই গেলেন ক্ষেপে।
ইডি সূত্রে জানা গেছে, ‘রণবীর হয়তো এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই এমতাবস্থায় তাকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। ওই সংস্থা থেকে যে অর্থ তিনি পেয়েছেন, সেই অর্থের উৎস সম্পর্কে তার কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কিত কতটা তথ্য রয়েছে তার কাছে, সেসব তথ্য বের করতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।’
মহাদেব বেটিং অ্যাপের দুই হোতা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এ কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গেছে। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা রেজিস্ট্রার করতেন, তাদের অর্থ এক বেনামি ব্যাংকে অ্যাকাউন্টে জমা হতো।
এ একই কাণ্ডে সম্প্রতি সানি লিওনিকেও তলব করেছিল ইডি। শুধু তাই নয়! আরও চাঞ্চল্যকর তথ্য, এ বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনলে যে কেউ বিস্মিত হবে। ২০০ কোটি রুপির ‘গ্ল্যামারাস’ এ বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তারাই এবার ইডির নজরে পড়েছে।
ক্যাটরিনার জীবনের যে শূন্যতা কেউ পূরণ করতে পারেনি, পারবেও না
এ তালিকায় রয়েছেন সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্করসহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচাসহ অনেক তারকার নাম রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।