জুমবাংলা ডেস্ক : দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ৬ ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
ঘটনাস্থলে ছিল সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও।
আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দেয় একটি ট্রাক।
ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস গতকাল বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ।
৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।