জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় প্রায়ই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি-ভিডিও চোখে পড়ে। ছবি একটি হলেও অধিকাংশ সময় তার অর্থ ভিন্ন হয়। এর কারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তি। আর স্বাভাবিকভাবে দৃষ্টিভ্রম ছবি অনেকটা ধাঁধার মতো কাজ করে।
দৃষ্টিভ্রম ছবি মানুষের মস্তিষ্ক নিয়ে দুর্দান্ত খেলা করে। এ কারণেই ব্যক্তিভেদে ছবির অর্থ ভিন্ন হয়। কেউ কেউ অবশ্য এমন ছবির অর্থ খুঁজে বেড়ান। ধাঁধার মতো নিয়মিত সমাধানও করেন। ফলে মেধার বিকাশ ঘটে। একই সঙ্গে ভেতরের বৈশিষ্ট্যও প্রকাশ পায়। বলা হয়ে থাকে, যা থেকে মানুষের চারিত্রিক দোষ-গুণও জানা যায়।
সম্প্রতি সোশ্যালে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যা অনেকের কাছেই চ্যালেঞ্জের মতো। ভাইরাল হওয়া ছবিতে কেউ প্রথম দেখায় দেখতে পাচ্ছেন বিড়াল, আবার কেউ দেখতে পাচ্ছেন কফি। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ছবির উত্তরই বলে দেবে আপনার চরিত্র কেমন।
আপনি যদি নিজের চরিত্র জানতে প্রস্তুত হয়ে থাকেন তাহলে ছবিতে কি দেখতে পাচ্ছেন তা ঠিক করুন। এক্ষেত্রে যেমন আপনার চিন্তাশক্তির প্রয়োজন, তেমনি আপনার দৃষ্টিরও প্রয়োজন। এবার তাহলে উত্তরের অর্থ জেনে নেয়া যাক।
প্রথম দেখায় কফি : যদি প্রথম দেখায় ছবিতে কফি দেখতে পান তাহলে বেশ স্বাধীনচেতা মানুষ আপনি। এ বৈশিষ্ট্যের মানুষরা অন্যদের থেকে সাহায্য নিতে একদমই পছন্দ করেন না। একই সঙ্গে এরা সবার সামনে সরাসরি সমালোচনা নিতে পারেন না। অনেক মানুষের সামনে সমালোচনাকে খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তাদের জন্য।
এছাড়া এরা সম্পর্কের ক্ষেত্রে অনেক বাস্তববাদী ও যুক্তিবাদী বৈশিষ্ট্যের হয়ে থাকেন। নিজেরা কী চান, সেই বিষয়ে যথেষ্ট সচেতনও থাকেন তারা।
প্রথম দেখায় বিড়াল : প্রথম দেখায় যদি বিড়াল দেখতে পান তাহলে এই বৈশিষ্ট্যের মানুষরা জীবনে হাজারও সমস্যা থাকলেও বাইরে থেকে সুখী মনে হয় তাদের। নিজেদের সমস্যার জন্য অধিকাংশ সময়ই বিরক্ত থাকেন তারা। এ জন্য অল্পতেই মেজাজও হারিয়ে ফেলেন। তবে সম্পর্কের ক্ষেত্রে খুবই রোমান্টিক তারা।
এ বৈশিষ্ট্যের মানুষরা সঙ্গীর প্রতি ভীষণ আনুগত্য থাকেন। কিন্তু সেই সঙ্গী যদি বিশ্বাসঘাতকতা কিংবা নিজের সীমা অতিক্রম করে, তাহলে এই স্বভাবের মানুষরা কখনোই সঙ্গীকে ক্ষমা করেন না। একই সঙ্গে সঙ্গীকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতেও দু’বার ভাবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।