জুমবাংলা ডেস্ক : ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি অপটিক্যাল ইলিউশনের ছবি। যার উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্বের গোপণ দুর্বলতা। নিজের ব্যক্তিত্ব নিয়ে কৌতূহল থাকে সকলেরই। বিশেষ করে প্রত্যেক মানুষেরই এমন কিছু দুর্বলতা থাকে যা সকলের সামনে খুব একটা প্রকাশিত হয় না।
আপনিও কী জানতে চান আপনার ব্যক্তিত্বের সেই গোপণ দুর্বলতাগুলি? তাহলে নিজের ব্যক্তিত্ব নিয়ে যে কোনও সন্দেহ কাটাতে পারে হাজির এক অপটিক্যাল ইলিউশন। সম্প্রতি সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন সেই উত্তরই বলে দেবে আপনার গোপণ দুর্বলতা।
অপটিক্যাল ইলিউশনের মজাই হল চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা। দেখতে আপাতভাবে সোজা মনে হলেও অপটিক্যাল ইলিউশনের ধাঁধা সমাধান করতে অনেকেরই কালঘাম ছোটে। একইসঙ্গে অপটিক্যাল ইলিউশন আমাদের বুদ্ধির বিকাশও ঘটায়। সঙ্গে জানা যায় মানুষের সুপ্ত ব্যক্তিত্বও। তেমনই একটি অপটিক্যাল ইলিউশন হাজির হয়েছে আপনার সামনে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতেও রইল আপনার জন্য চ্যালেঞ্জ। এক নজরে দেখে বলুন তো ছবিতে প্রথমেই কী দেখতে পাচ্ছেন?
নিজের দুর্বলতা জানতে প্রস্তুত? তাহলে ছবিটি দেখলেন ভালো করে? আর এই ছবি যে আপনার গোপণ দুর্বলতা অনায়াসেই বলে দিতে পারেন। তবে মনে রাখবেন, অপটিক্যাল ইলিউশন আমাদের মন সংযোগ টানলেও উত্তরের জন্য চাই ঈগলের মতো দৃষ্টিশক্তি। আসলে ছবিতে যে কল্পনা, অবচেতনা এবং বিচারবুদ্ধির ব্যাখ্যা রয়েছে। এমনকী ছবিটি বলতে পারবে আপনার দুর্বলতাও।
তাহলে ছবিতে নিশ্চয়ই আপনি বিভিন্ন চরিত্রের সঙ্গে পাহাড় দেখতে পাচ্ছেন? যেখানে রয়েছে হুডেড মানুষ, জ্যাকেট পরা এক ব্যক্তি, মোনালিসার মুখ. দাড়িওয়ালা মানুষ এবং পাথরের উপরে বসা আরেক ব্যক্তি। তাহলে আপনার কাজ খুব সোজা। শুধু অপটিক্যাল ইলিউশন ছবির দিকে তাকিয়ে বলতে হবে আপনি প্রথমেই কী দেখতে পাচ্ছেন।
প্রথমেই দাড়িওয়ালা মানুষ দেখতে পেলে সেটি যে কোনও সম্পর্কে কম আত্মসম্মানকে চিহ্নিত করে। আবার জ্যাকেট পরা মানুষটিক প্রথমে দেখলে তা আপনার সংঘর্ষের ভয় বোঝাবে। মোনালিসার মুখ দেখা মানেই জীবনে বেশ রোম্যান্টিক। আপনি এমন এক মানুষ যিনি সৌন্দয্যের পূজারি এবং সম্পর্কের সমস্যা দূরে রাখেন।
বাড়ির আঙিনায় এই পদ্ধতিতে লাল আঙ্গুর চাষ করুন, হবে বাম্পার ফলন
এবার যদি হুডেড পোশাক পরিহিত মানুষটিতে দেখতে পান তাহলে আপনি আপনি সহজেই রেগে যান। তাই রাগের সময়ে মেজাজ শান্ত না হওয়া পর্যন্ত আপনার কথা না বলাই উচিত। দৃষ্টিশক্তি প্রখর এমন মানুষ পাথরের উপর বসা ব্যক্তিকে দেখতে পাবেন। আর এই ধরনের মানুষ একা থাকতে ভালোবাসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।