বর্তমান সময় তরুণ প্রজন্মের কাছে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি-ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রায়ই তাদের এ নিয়ে আলোচনা ও চর্চা করতে দেখা যায়। টাইমলাইনে দৃষ্টিভ্রম ছবি আসার পর অনেকেই থমকে গিয়ে সেটি সমাধানের চেষ্টা করেন।

সাধারণত, দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও একটি থাকলেও এর উত্তর বরাবরই ব্যক্তিভেদে পৃথক হয়ে থাকে। প্রতিটি মানুষই তার নিজ নিজ দৃষ্টিকোণ অনুযায়ী উত্তর দিয়ে থাকেন। এসব সমাধান করা কিছুটা ধাধার মতো। ফলে একাধিক উত্তর হয়ে থাকে। এতে অবশ্য মানুষের চিন্তাশক্তি সম্পর্কে জানা যায়। আবার মস্তিস্কের বিকাশও ঘটে। ফলে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে দৃষ্টিভ্রম ছবি-ভিডিও।
সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ছবি একটি হলেও এর উত্তর দুটি। দুটি আলাদা উত্তরই উত্তরদাতার দৃষ্টিকোণ সম্পর্কে প্রকাশ করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ছবিটি দেখার পর আপনি কী উত্তর দেন, সেটিই বলে দেবে আপনার চিন্তাশক্তি কেমন?
প্রথম দেখায় গর্ভের শিশু দেখতে পেলে :
প্রথম দেখাতে যদি মনে করেন গর্ভের শিশু, তাহলে আপনি এমন ব্যক্তি, যিনি হৃদয় ও ভালোবাসায় পরিপূর্ণ। যিনি এমন ব্যক্তি, এক কদম এগিয়ে যাওয়ার আগে চিন্তা করেন, সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেন এবং ক্ষণস্থায়ী প্রবণতা বা তাৎক্ষণিক কোনো কিছুতে প্রভাবিত হন না।
প্রথমে যদি ধোঁয়া দেখতে পান :
ছবির দিকে তাকাতেই যদি প্রথম দেখায় ধোঁয়া দেখতে পান, তাহলে আপনি এমন মানুষ―যিনি অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছেন, তার মূল্যায়ন করেন। সম্ভবত, আপনার চেহারা, আপনার কথা ও আপনাকে কীভাবে উপলব্ধি করে অন্যরা, তা নিয়ে গর্ব করেন আপনি। কারণ, আপনার কাছে জনসংযোগ ও স্বীকৃতি বেশি গুরুত্বপূর্ণ। আর সমালোচনা খানিকটা ক্ষতি করতে পারে আপনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


