ছবিতে ‘ছি…ওয়াক’ লেখায় ভক্তকে ধুয়ে দিলেন সাবা

সাবা আজাদ

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয়ের পাশাপাশি সাবা আজাদ পেশায় একজন মডেল এবং গায়িকাও। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ এবং ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।

সাবা আজাদ

বেশ কিছু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। এছাড়া থিয়েটারে পরিচালনার কাজও করেছেন। গানের জগতেও ভালো পরিচিতি রয়েছে সাবার। রয়েছে নিজের রেস্তোরাঁর ব্যবসাও।

তবে এসব ছাপিয়ে জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশানের প্রেমিকা হিসেবে বলিউডে বর্তমানে সাবা আজাদের ব্যাপক পরিচিতি। প্রায়ই বিভিন্ন পার্টিতে হৃতিক রোশানের সঙ্গে তার দেখা মিলে। সম্প্রতি আলি ফাজল আর রিচা চাড্ডার বিয়েতে তিনি হাজির হয়েছিলেন হৃতিকের হাত ধরে।

রিচা-আলির বিয়েতে একটি সবুজ রঙের স্যুট পরে গিয়েছিলেন সাবা, সঙ্গে ম্যাচিং ওড়না। খোঁপা বাঁধা চুল, লাল লিপস্টিক, গলায় আর কানে হিরের গয়না। সব মিলিয়ে বেশ ঝলমল করছিলেন তিনি। ইনস্টাগ্রামেও এই পোশাক পরা ছবি শেয়ার করেছিলেন সাবা।

এদিকে সাবার সুন্দর এই লুক নিয়ে প্রশংসা করার পরিবর্তে উল্টো ছবির কমেন্ট বক্সে লুক নিয়ে ট্রোল করেন এক নারী ভক্ত। বিষয়টা নজরে আসতেই ওই ভক্তকে একেবারে ধুয়ে দিয়েছেন সাবা।

শ্রুতি নামের ওই ভক্ত মন্তব্য করেন, ‘তোমাকে দেখতে ছি…ওয়াক…লাগছে, যেটাই হোক তুমি নিজে বুঝে নিও।’

পূজা শেষে পেটের সমস্যা এড়াতে যা করবেন

শ্রুতির এই মন্তব্য এবং প্রোফাইলের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারে করে সাবা লিখেছেন, ‘এটা হলো শ্রুতি, আপাতদৃষ্টিতে ও নিজের ভালোবাসাকে ভালোবাসে। কিন্তু আবার আমাকে ফলো করে নিজের ঘৃণা জাহির করার জন্য। ওর মতো অনেকেই আছে এখানে… শ্রুতির মতো হবেন না…খোলা মনে আমাকে আনফলো করুন। ঘটনাক্রমে, শ্রুতি এখনও ব্লক বোতামের সঙ্গে দেখা করেনি, তবে শিগগির ভালোভাবে পরিচিতি হবে।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রিচা-আলির বিয়ের অনুষ্ঠানে ‘র ম্যাংগো’ ব্র্যান্ডের পোশাক পরেছিলেন সাবা। তার পোশাকটির দাম দেড় লাখের বেশি।