ছবিটি জুম করে ২টি ছবির মধ্যে ৩টি পার্থক্য খুঁজে বের করার চ্যালেঞ্চ নিন

অপটিক্যাল ইলিউশন

জুমবাংলা ডেস্ক : ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি নতুন ধাঁধা। আজকালকার যুগে ধাঁধা বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর যা সবার মাঝে সৃষ্টি করেছে একটি চ্যালেঞ্জ। প্রতিদিনের জীবনে আমরা কোনো না কোনো কথার ছলে কাউকে না কাউকে চ্যালেঞ্জ করে থাকি। আর সেই চ্যালেঞ্জ জিতে গেলে সে যে কি আনন্দ হয় তা ধরে রাখার মতো না। বর্তমান সময়ে দাঁড়িয়ে অপটিক্যাল ইলিউশন হল তেমনই একটি অনলাইন চ্যালেঞ্জ।

অপটিক্যাল ইলিউশন

আর যেটি কিনা বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ মজার একটি গেম। বলা চলে এই অপটিক্যাল ইলিউশন এটি একটি শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয় বিভ্রমের মতো বিষয়। এই অপটিক্যাল ইলিউশন আসলে আপনার মস্তিষ্কের ভিতরে থাকা জিনিসগুলি উপলব্ধি করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। একজন সাধারণ মস্তিষ্কে একজন মানুষ প্রতিটি কোণ থেকে ভিন্ন ভিন্ন উপলব্ধি পান। এমনকি সেই অনুযায়ী চিত্রকে ভিন্নভাবে দেখেন।

আর তার দেওয়া সেই উত্তরই বলে দেয় তার ব্রেনের কার্যক্ষমতা ঠিক কতখানি। সহজ বাংলায় বলতে গেলে অপটিক্যাল ইলিউশনে থাকা এই পাজেলের মাধ্যমে কোনো একজন ব্যক্তির মনোযোগ ক্ষমতা ও পর্যবেক্ষণ ক্ষমতা ঠিক কতখানি তা বোঝা যায়। সম্প্রতি নেটমাধ্যমে একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হয়েছে।

আর যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে। তবে, আজকের এই ধাঁধার মধ্যে দুটি ছবি দেখা যাচ্ছে। আর এই ছবি দুটি প্রায় একই রকমের। কিন্তু তারপরেও এই ছবি দুটির মধ্যে কিছু বিষয় আলাদা আছে। বলতে গেলে এই দুটি ছবির মধ্যে ৩ টি বিষয়ের পার্থক্য আছে। আর সেটাই আপনাদের আন্দাজ করতে হবে। তবে, এক্ষেত্রে কোনো সময় বলে দেওয়া হয়নি। আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরে থাকেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী।

দুটি ছবি মিলিয়ে যারা এই ছবিটির মধ্যেকার পার্থক্য বলতে পারবেন তারা যে সত্যিই জিনিয়াস তা নিঃসন্দেহেই বলা যায়। অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও ছবিটির বিষয়ে অনেক কিছুই বলতে পারেনি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে বুঝিয়ে দেব বিষয়টি। চলুন তবে দেখে নেওয়া যাক ৩ টি পার্থক্য।

অপটিক্যাল ইলিউশন

১.প্রথম ছবিতে ছেলেটির হাতে থাকা লাটাইয়ের থেকে দ্বিতীয় ছবির লাটাই খানিকটা আলাদা।

২.প্রথম ছবিতে ছেলেটির পায়ে থাকা মোজার থেকে দ্বিতীয় ছবিতে ছেলেটির পায়ে থাকা মোজা ভিন্ন।

৩.প্রথম ছবিতে থাকা কুকুরের পায়ের ধরণের চেয়ে দ্বিতীয় ছবিতে থাকা কুকুরের পায়ের ধরণ খানিকটা ভিন্ন।

তাহলে আর দেরি কিসের আপনারও মিলিয়ে দেখে নিন সত্যতা।