জুমবাংলা ডেস্ক : বর্তমানে প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে থাকেন। বিভিন্ন কাজেই এই মাধ্যমে সময় ব্যয় করা হয়। এর মধ্যে তরুণ প্রজন্মকে দেখা যায়, তারা স্ক্রলিংয়ের সময় প্রায়ই নিউজফিডে আটকে যান। মূলত অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবিতে দৃষ্টি আটকায় তাদের। এরপর সেই দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও নিয়েই চলে তাদের ভাবনা।
সাধারণত একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও একাধিক অর্থ বহন করে। এ কারণে ছবি একটি হলেও ব্যক্তিভেদে এর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফলে অল্পতেই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে দৃষ্টিভ্রম ছবি-ভিডিওগুলো। এসব ছবি অনেকটা ধাঁধার মতো। যা সমাধান করতে পারলে নিজের কাছেই ভালো লাগে। কেউ কেউ আবার মস্তিষ্কের বিকাশে চ্যালেঞ্জ হিসেবেও নিয়ে থাকেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে। ব্যক্তিত্ব যাচাইয়ের একটি ছবি প্রকাশ করে ব্রাইটসাইড। যেখানে একটি বাঘ ও বানর রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী দৃষ্টিভ্রম ওই ছবিতে দাবি করা হয়েছে, প্রথম দেখায় আপনার উত্তর বলে দেবে আপনি আবেগপ্রবণ, নাকি বাস্তবসম্মত মানুষ।
যদি গাছে ঝুলন্ত বানর দেখতে পান: ছবিতে প্রথম দেখায় যদি গাছের মধ্যে একটি ঝুলন্ত বানর দেখতে পান, তাহলে আপনার মস্তিস্কের ডান অংশ বাম পাশের থেকে বেশি প্রভাবশালী। অর্থাৎ, আপনি খুবই সৃজনশীল ব্যক্তি এবং প্রায়ই কঠিন পরিস্থিতির মুখে পড়েন। এ অবস্থায় গভীরভাবে চিন্তা করেন। আপনি বিশ্বাস করেন জীবন একটি জার্নি, যা উপভোগ করা উচিত। আর কোনো নির্দিষ্ট কিছুকে শেষ লক্ষ্য ভেবে মনোযোগ দেয়া ঠিক নয় বলেও মনে করেন।
এছাড়া আপনি মনে করেন জীবন হচ্ছে একটি পাঠশালা আর আপনি সেখানকার ছাত্র। যেখান থেকে জীবনের নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেন। আপনার বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সংবেদনশীলতা, আবেগপ্রবণ, সৃজনশীল ও নিজস্বতা।
যদি প্রথম দেখাতে বাঘ দেখতে পান: আপনি যদি প্রথম দেখায় ছবিতে বাঘ দেখতে পান, তাহলে আপনার মস্তিষ্কের বাম অংশ বেশি সক্রিয় ও প্রভাবশালী। সহজ করে বললে আপনি জীবনে অনেক বেশি বাস্তবিক এবং লক্ষ্য পূরণে অটুট ও মনোযোগী। আপনার যৌক্তিক ও গঠনমূলক স্বভাব আপনাকে সফল হতে সহায়তা করে।
যেসব মাধ্যমে নিজের সমালোচনামূলক ভাবনার দক্ষতা ব্যবহার করা যায়, সেসব মাধ্যমে অনেক ভালো করেন। আবার প্রকৃতির ক্ষেত্রে অনেকটা অটল আপনি। অনেক সময় নিজের ওপর পাল্টা আঘাতও আসে। আর আপনি সর্বদা বাস্তবিক, যৌক্তিক এবং একগুঁয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।