জুমবাংলা ডেস্ক : আজকাল অপটিক্যাল ইল্যুশন জাতীয় ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এবং এর সমাধান খুঁজতে লোকেরা খুব পছন্দ করেন। অপটিক্যাল ইল্যুশন অর্থাৎ দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবির মাধ্যমে নিজের মস্তিষ্কেরও পরীক্ষা করে নেওয়া যেতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপটিক্যাল ইল্যুশন ছবির প্রতি মানুষেরা আকৃষ্ট হচ্ছেন। এর পাশাপাশি কিছুটা বিনোদনও রয়েছে। অপটিক্যাল ইল্যুশন জাতীয় ছবিগুলি আমাদের মন এবং চোখকে বিশ্বাস করার ক্ষমতা এনে দেয়। মনে হয় আমরা যা দেখি তা বাস্তব।
এই ধরনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় বিনোদন হিসেবে ছড়িয়ে পড়লেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। বৈজ্ঞানিক গবেষণার জন্যও দৃষ্টি বিভ্রমসৃষ্টিকারী ছবি কাজে লাগতে পারে। মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে তা অধ্যয়নের জন্য বিজ্ঞানীরা অপটিক্যাল ইল্যুশন ছবি ব্যবহার করে থাকেন।
যাইহোক এখানেও তেমন একটি ছবি রয়েছে যেখানে এক একটি সাথে জড়িত রয়েছে অনেকগুলি মুখ। আর চ্যালেঞ্জটি হলো সমস্ত প্রাণীগুলির মুখ খুঁজে বের করতে হবে। এর সমাধান করতে পারলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মস্তিষ্ক কতটা সক্রিয়।
যাইহোক ছবি প্রথমে যেটা চোখে পড়বে সেটা হল এক রমণীর মুখ যার নাকি একটি বড় নথ রয়েছে। আর ছবিটির বিপরীত দিকে মুখ ঘুরিয়ে রয়েছে এক পুরুষের মুখ যার নাকের নিচে রয়েছে মোটা গোঁফ। এই দুটি মুখ সহজেই খুঁজে বের করতে পারবেন কিন্তু এছাড়াও ছবিতে লুকিয়ে রয়েছে বেশ কিছু প্রাণীর মুখ। যাইহোক এই চ্যালেঞ্জটি জিততে পারলে বুঝতেই হবে আপনার তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে।
এবার দেখে নেওয়া যাক ছবিটির মধ্যে কোন কোন প্রাণীর মুখ লুকিয়ে রয়েছে:
১) হাতি
২) বাঘ
৩) রাজহাঁস
৪) দুই পায়রা
৫) সারস
৬) বড়মাছ
৭) ছোট মাছ
ঐশ্বরিয়ার যে শর্ত মানতে না পেরে ব্রেকআপ করেছিলেন সালমান খান
৮) গাভী
৯) খরগোশ
১০) সাপ
১১) নেকড়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।