ছবিটি জুম করে লুকিয়ে থাকা সাপটি খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

সাপ

জুমবাংলা ডেস্ক : ইদানীং সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন ধাঁধার সমাধান খুঁজে বের করে আনন্দ পান অনেকেই। আবার দৃষ্টিশক্তি পরীক্ষার জন্যও দুর্দান্ত উপায় এটি। এমনই একটি মস্তিষ্ক বিভ্রমের ছবি উপস্থাপন করা হয়েছে এই প্রতিবেদন।

সাপ

সাধারণ দৃষ্টিতে ছবিতে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। বৃষ্টিমুখর দিনে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছেন তারা। তবে এই ছবিতে দুজন মানুষ ছাড়াও আছে একটি সাপ। এই সাপটিকে খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে। এই সময়ের মধ্যে যারা সাপটি খুঁজে পাবেন, তাদের দৃষ্টিশক্তি অন্যদের চেয়ে বেশ প্রখর।

আসলে চ্যালেঞ্জগুলো প্রতিযোগিতামূলক করার জন্যই একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। ছবিটি ভালো করলে দেখা যায় বৃষ্টির দিনে দুটি লোক দাঁড়িয়ে আছে। এর মধ্যে একজনের মাথায় ছাতা রয়েছে। তাদের পাশে আছে দুটো গাছ। পুরো এলাকাটিই সবুজে ভরা।

পরিবেশটা বেশ সুন্দর। সব জিনিসই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। তাই সাপটিও সহজে খুঁজে পাওয়ার কথা। তবুও সাপ খুঁজতে হিমশিম খাচ্ছেন অনেকেই। আসলে এমন ছবিগুলো এভাবেই তৈরি করা হয় যেন তা দেখে বিভ্রমের সৃষ্টি হয়।

লুকিয়ে থাকা সাপ

ছবিটি সাধারণ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে এমন অনেককিছু যা আপনার চোখকে ফাঁকি দিতে পারে। আর তাই হাতে গোণা অল্প কজনই নির্ধারিত সময়ের মধ্যে চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হয়েছেন। যারা সাপটি খুঁজে পেয়েছেন তাদের দৃষ্টির প্রশংসা করতেই হয়। আসলে সাপটি সবুজ রঙের সাথে মিশে গিয়ে ছদ্মবেশে লুকিয়ে রয়েছে।

আপনি কি এখনো সাপটি খুঁজে পাননি? তাহলে খেয়াল করে দেখুন সাপটি রয়েছে ছবির ডান পাশে থাকা গাছটির পাতার ফাঁকে।

ফ্যাকাশে হয়ে যাওয়া জিন্সের রং ফেরানোর সহজ উপায়

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এমন ধাঁধার সমাধানের মাধ্যমে একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন আপনি। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই। একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করলেই ছবির রহস্য বেরিয়ে আসে। এতে মস্তিষ্কের সুপ্ত কোষগুলি জাগ্রত হয় এবং সৃজনশীল ক্ষমতা বাড়ে।