বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার ছবিতে থাকা তথ্য স্ক্যান করে লিখে দেয়ার সুবিধা আনছে জি-বোর্ড। জিবোর্ড অ্যাপে ‘স্ক্যান টেক্সট’ সুবিধা যুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) নির্ভর এ সুবিধা ব্যবহারকারীদের যেকোনো ব্যানার বা পোস্টারের ছবি তুলে সেখানে থাকা বার্তাগুলো জিবোর্ড অ্যাপে বার্তা আকারে দেখার সুযোগ করে দেবে। বার্তাগুলো চাইলে সংরক্ষণের পাশাপাশি যেকোনো সময় সম্পাদনা করা যাবে।
এই সুবিধা পেতে প্রথমেই জিবোর্ড অ্যাপকে ফোনের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। স্ক্যান করার সময় ‘টেক আ ফটো অব ওয়ার্ডস টু স্ক্যান’ বাটনে ক্লিক করলেই ছবিতে থাকা তথ্য শনাক্ত করে বার্তা আকারে দেখাবে জিবোর্ড।
লেখাগুলো কপি করে যেকোনো টেক্সট ফিল্ডে পেস্ট করতে হবে। ফলে সহজেই সেগুলো সংরক্ষণ করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।