জুমবাংলা ডেস্ক : ছবি দেখার মাধ্যমেও একজন মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। একটি ছবিকে এক জন এক রকম দৃষ্টিভঙ্গিতে দেখে, আবার সেই ছবি আর এক জন অন্য ভাবে ব্যাখ্যা করে।
অনেকে ধাঁধার সমাধান করতে ভালবাসেন। কিন্তু এমন কিছু ধাঁধা রয়েছে, যেগুলোকে দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন বলাই ভাল। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে বেশ দৃষ্টিভ্রমের ছবি শেয়ার করা হয়। যা নিয়ে কৌতূহলও থাকে। বিশেষ করে যারা এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালবাসেন।
তাছাড়া এমন কিছু ধাঁধা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, যেগুলো এক একটি মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কেও স্পষ্ট ধারণা দেয়। সম্প্রতি ‘মাইন্ডজার্নাল’ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। সেই ছবি পোস্ট করার পর বলা হয়েছে, ‘বলুন তো এই ছবি প্রথম দেখার পর আপনার কী মনে হয়েছে? এর মধ্যে কী দেখতে পাচ্ছেন?’
সাধারণ একটা ছবি। কিন্তু যে ভাবে ছবিটি আঁকা হয়েছে, তাতে দুইটি বিষয় আপনার মনে হতে পারে। প্রাথমিক ভাবে ছবিটি দেখার পর কারও মনে হতে পারে এটি কোনও নারীর। আবার কারও মনে হতে পারে এটি কোনো পুরুষের।
আপনার চোখে প্রথম কোনটা ধরা পড়ছে? উত্তরের মধ্য দিয়ে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা উঠে আসবে। যদি প্রথম দেখাতেই আপনার মনে হয় ছবিটি কোনও নারীর, তা হলে আপনি অত্যন্ত উদার প্রকৃতির। আপনি শুভ চিন্তাধারার মানুষ। শুধু তাই নয়, আপনার মধ্যে প্রেরণাদায়ক ক্ষমতা রয়েছে। নিজের কাজ গুছিয়ে করতে জানেন। সব মিলিয়ে আপনার চরিত্রে ভারসাম্য রয়েছে।
আর ছবিতে যদি আপনার চোখে পুরুষ প্রতিমূর্তি ধরা পড়ে, তা হলে আপনি নিজের ভাবনাকে সহজে ব্যক্ত করেন না। আপনার মধ্যে নেতৃত্বসুলভ ক্ষমতা আছে। আপনার মনের অদম্য শক্তি রয়েছে। সহজে ভেঙে পড়েন না আপনি। নিজের জন্য সহজ কোনো বিষয় পছন্দ করেন না। সব সময় শুভ চিন্তাধারার মানুষের সঙ্গে থাকতে ভালবাসেন। তাহলে দেখুন, প্রথম দেখাতেই কাকে দেখতে পাচ্ছেন এই ছবিতে। আর আপনার ব্যক্তিত্বটাও মিলিয়ে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।