অপটিকাল ইলিউশন নিয়ে এখন চর্চায় মুখর নেটিজেনরা। এবার এই ছবিটি ভাইরাল হয়েছে নেটমহলে৷ এই ছবিটিতে রয়েছে চার মহিলার মুখ৷ যদিও আপাতদৃষ্টিতে তা খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ নয়।
ছবিটি এঁকেছেন ইউক্রেনের চিত্রশিল্প ওলেগ শুপলিয়াক। তিনি চার মহিলাকেই এক করে তুলেছেন। শিল্পীর ভাবনা ও চিন্তাও দাগ কেটেছে সোশাল মিডিয়ায়।
রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে, ২ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। তারা এই ছবি থেকে চারজনের মুখ বের করতে পেরেছেন। কিন্তু বাকি ৯৮ শতাংশ তা পারেননি। চিত্রশিল্পী অবশ্য জানিয়েছেন তিনি অপটিকাল ইলিউশন বা দৃষ্টিভ্রমকে আরও প্রখর করতেই এই ছবিটি এঁকেছিলেন।
ছবিটি খুব ভাল করে খুঁটিয়ে না দেখলে কিন্তু বুঝতে পারা যাবে না। তাই ভাল করে ছবিটির প্রতিটি খাঁজ লক্ষ্য করুন। যদি বুঝতে না পেরে থাকেন, তবে আপনার জন্য রইল সমাধান সূত্র।
প্রথম ঝলকেই দেখতে পাবেন এক মধ্যবয়সি মহিলাকে। ঢেউ খেলানো ছোট চুলে এই ছবিতে মধ্যমণি তিনিই। এরপর তার কপাল এবং চোখের মধ্য দিয়ে রয়েছে আরেকটি মেয়ে। সেই মেয়েটির হাতের তালুর মধ্যে রয়েছে আরেকটি মুখ। আর ডান হাতের সঙ্গে জুড়ে রয়েছে চতুর্থ মুখটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।