বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবদিকে যখন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার, তখন টেক দুনিয়ার দৌড়ে টিকে থাকতে এবার ছবি, গ্রাফিকস এবং ভিডিও এডিটিং অ্যাপ অ্যাডোবি নিয়ে এসেছে ১০০ রকমের এআই সুবিধা; যা ব্যবহারকারীদের জন্য রীতিমতো সুখবর।
চলতি সপ্তাহে অ্যাডোবি ম্যাক্সের এক কনফারেন্সে বলা হয়, মাল্টিমিডিয়া এডিটিং এবং গ্রাফিকস ডিজাইনে সুবিধার জন্য নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি।
এ ক্ষেত্রে এখন থেকে বিদ্যমান অ্যাডোবির অ্যাপগুলো আপডেট করে এআই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। এর জন্য আলাদা করে আর অ্যাডোবির কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না।
মূলত ইলাস্ট্রেটর, ফটোশপ, লাইটরুম, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এবং অ্যাডোবি স্টকের মতো অ্যাপে এ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া কোনো গ্রাহক যদি অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করে থাকেন, তাহলে এক অ্যাপেই মোটামুটি অনেক এআই সুবিধা পাওয়া যাবে।
প্রাথমিকভাবে এসব সুবিধা পেতে গ্রাহককে কোনো ধরনের অর্থ খরচ করতে হবে না। তবে যারা বিনা মূল্যে এআই সুবিধা নেবেন তারা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক সুবিধা নিতে পারবেন আর যারা অর্থ খরচ করে এআই ব্যবহার করবেন, তাদের কোনো ধরনের ক্রেডিট সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছে অ্যাডোবি।
অর্থাৎ, ছবি বা ভিডিও এডিটিংয়ে যত খুশি তত এআই ব্যবহার করা যাবে। এ বিষয়ে ভারতে নিযুক্ত অ্যাডোবির ব্যবস্থাপনা পরিচালক প্রতিভা মহাপাত্র দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এআই-র যুগে প্রবেশ করল অ্যাডোবি, যা গ্রাহকদের সম্পূর্ণ ভিন্ন এবং ইতিবাচক এক অভিজ্ঞতা দেবে। এখন থেকে ডিজাইন এবং এডিটিং হবে আরও প্রাঞ্জল।
এসব সুবিধার পাশাপাশি তিনটি নতুন মডেল বাজারে আনতে যাচ্ছে অ্যাডোবি, যা এআই ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম বলে কনফারেন্সে দাবি করেন প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।
বাজারে আনা অ্যাডোবির নতুন তিনটি মডেল হচ্ছে: ফায়ারফ্লাই ইমেজ-২, ফায়ারফ্লাই ভেক্টর এবং ফায়ারফ্লাই ডিজাইন। মূলত, এআইভিত্তিক সফটওয়্যার ফায়ারফ্লাইয়ের সহযোগিতায় এ অ্যাপগুলো ভোক্তাদের ফটোশপ এবং ডিজাইনকে সহজ করে তুলবে।
এসব মডেলের মধ্যে ফায়ারফ্লাই ইমেজ-২ ব্যবহার করে উচ্চমানের ছবি এডিট করা যাবে, যেখানে টেক্সট এবং অ্যালাইনমেন্টে এআই-র মাধ্যমে ভিন্ন স্বাদ পাবেন গ্রাহকরা।
অনুষ্ঠানে গান গাইতে কত টাকা নেন অরিজিৎ? অঙ্কটা জানলে অবাক হবেন
এ ছাড়া ভেক্টর গ্রাফিকসে ফায়ারফ্লাই ভেক্টর এবং টেমপ্লেট ডিজাইনে ফায়ারফ্লাই ডিজাইন ভিন্নমাত্রা যোগ করবে বলে জানিয়েছে অ্যাডোবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।