জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের বোতল হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ নেটিজেন সেটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “বিজ্ঞাপন নয় বাস্তব”।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে একটি তেলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন।
ছবিটির ব্যাকগ্রাউন্ডে দেশীয় বিভিন্ন ধরনের ফল, শাক-সবজি, তেল ইত্যাদি সাজানো দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তোলা। আর ছবিতে তিনি যে তেলের বোতল ধরে দাঁড়িয়ে আছেন, সেটি গণভবনে চাষ করা শস্য থেকে উৎপাদিত।
গণভবনের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি আবাদযোগ্য কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও গণভবনের বিভিন্ন ফসল, মাছ, খাদ্যশস্য চাষ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।