জুমবাংলা ডেস্ক : পিকনিক করতে ছাগল চুরির অপরাধে সাত কিশোরের মাথা ন্যাড়া করে দিয়েছে জনতা। এরপর তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পরবর্তীতে পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছে। বুধবার (৮ মার্চ) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে ঘটে এই ঘটনা। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিজুক্তরা হলো – বালিজুড়ী ইউনিয়নের আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)।বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লাজু মিয়া বলেন, বিকেলে সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল ওই সাত কিশোর।
কিন্তু ছাগলের গলায় যে দড়ি ছিলো, তা মাইক্রোবাসের দরজা দিয়ে বের হয়েছিল। এ সময় স্থানীয়রা সেই দড়ি ঝুলে থাকতে দেখেন। তাদের সন্দেহ হলে টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটক করা হয়। লোকজন মাইক্রোবাসের দরজা খুলে ভেতরে দুটি ছাগল দেখতে পান। পরে তাদের মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করা হয়।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাত কিশোরকে থানায় আনা হয়। যার ছাগল চুরি করা হয়েছিল তিনি কোনো অভিযোগ করেননি। আটকদের সবার বয়স ১৬ বছরের কম। তাই তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।পিকনিক করতে তারা ছাগল চুরি করেছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।