আন্তর্জাতিক ডেস্ক : প্লেন দেরিতে উড্ডয়ন, রেগে পাইলটকে ঘুসি! সাহিল কাটারিয়ার কাণ্ডে তোলপাড় দিল্লি এয়ারপোর্ট।
দিল্লি থেকে গোয়া যাওয়ার একটি ফ্লাইট সম্প্রতি অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছে। কুয়াশার কারণে টানা ১২ ঘণ্টা বিলম্বের পর, পাইলট যখন যাত্রীদের জানালেন যে উড্ডয়নে আরও দেরি হবে, তখন যাত্রী সাহিল কাটারিয়া নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে সরাসরি পাইলটের দিকে এগিয়ে যান এবং রাগের বশে পাইলটকে এক ঘুসি বসিয়ে দেন!
এই আকস্মিক ঘটনার পরপরই কেবিন ক্রুরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ফ্লাইট অ্যাটেনডেন্টরা সাহিলকে শান্ত করার চেষ্টা করলেও ততক্ষণে পুরো প্লেনে হট্টগোল শুরু হয়ে যায়।
দিল্লি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাহিল কাটারিয়াকে ফ্লাইট থেকে নামিয়ে নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার নাম ‘নো ফ্লাইলিস্টে’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
‘নো ফ্লাইলিস্টে’ থাকলে একজন যাত্রী নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ফ্লাইটে চড়তে পারেন না।
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ মজার ছলে লিখেছেন, “প্লেন উড়ুক আর না উড়ুক, সাহিল ভাই কিন্তু হাত উড়িয়েই দিলেন!” আবার কেউ বলেছেন, “সাহিল কাটারিয়ার রাগ যদি বিমানের ইঞ্জিনে লাগানো যেত, তাহলে হয়তো প্লেন ১২ ঘণ্টা আগেই উড়ে যেত!”
যাই হোক, এ ধরনের ঘটনা শুধু ফ্লাইট দেরির যন্ত্রণা নয়, যাত্রীদের ধৈর্য্যের পরীক্ষাও যেন আরও কঠিন করে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।