বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির মূল দরজার সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে (রাত ২টার) দিকে দুইজন মুখোশধারী ব্যক্তি এই ঘটনা ঘটান।

এ বিষয়ে অভিযোগ করে বাড়ির সিসি ক্যামেরার ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও পিনাকী ভট্টাচার্য বুধবার বিকাল ৫টার দিকে তার অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করেন।
অপরদিকে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন পিনাকী ভট্টাচার্যের মামা সুব্রত ভৌমিক। পিনাকী ভট্টাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকেন। ওই বাড়ির নিচতলায় ভাড়াটিয়া ও দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামী বসবাস করেন। তবে এবিষয়ে থানায় এখন অব্দি লিখিত কোন অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহবান জানাচ্ছি। দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোন হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কন্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’
ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
বাড়িটির নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামী বসবাস করেন।
এবিষয়ে পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন, ঘটনাটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তিনি ঘটনাটি গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানান।
এ বিষয়ে পিনাকী ভট্টাচার্য এর মা সুকৃতি ভট্টাচার্যের সাথে যোগাযোগের চেষ্টা করলে কোনো সারা পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে।
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা যায়, দুইজন মুখোশধারী এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া গেছে। এটি বড় কোনো ঘটনা নয়, যদিও অভিযোগকারী এর মাধ্যমে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।’
গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ
তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তারপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



