ওয়েব সিরিজে মিষ্টি বসুর কামুক বাসনায় ঝড় উঠলো নেট দুনিয়ায়, একা দেখুন

Pinjara

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।

Pinjara

বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়।

প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো উল্লুতে রিলিজ হওয়া জনপ্রিয় একটি ওয়েব সিরিজের কথা যা অন্তরঙ্গতার সমস্ত বাধা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

Pinjara | Riti Riwaz Pinjara | Ullu web series Review | Hindi web series Review | Ullu originals

রিতি রিওয়াজের এই ওয়েব সিরিজের কথা বলতে গেলে বোল্ড এবং ইরোটিক দৃশ্যের কথা বলতেই হয়। আপনি আপনার পরিবারের সাথে এই সিরিজটি দেখতে পারবেন না। একই সময়ে, এই সিরিজে একটি পর্ব রয়েছে ‘রিতি রিওয়াজ: পিঞ্জরা’ যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মধ্যে।।

‘খাটো’ ছেলেকে বিয়ে করে বিদ্রুপের শিকার অভিনেত্রী

এই পর্বটিও খুব সাহসী এবং এর গল্পটি বেশ ভিন্ন, সিরিজটিতে দুই মহিলার মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে, যা দেখে শীতেও ঘাম ঝরবে আপনার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি বসু এবং অনুপমা প্রকাশ।