বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী জেডা পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতার জেরে গত বছর অস্কার মঞ্চে বিশালকাণ্ড ঘটেছিল। তবে সেটা পুরোনো খবর নতুন খবর হল স্মিথের মাথায় নতুন করে চুল গজাচ্ছে।
সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করে পিনকেট নিজেই তার মাথায় চুল গজানোর খবর জানিয়েছেন।
পাশাপাশি দুটি ছবির একটিতে মুণ্ডিত মাথার পিনকেট, আরেকটিতে তার মাথায় সাদা রঙের চুল। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, দেখে মনে হচ্ছে নতুনভাবে চুল গজাতে শুরু করেছে। এখনও কিছু সমস্যা রয়েছে, দেখা যাক।
পিনকেটকে গত কয়েকবছর ধরে চুল ছাড়া অবস্থায় দেখা গেলেও আগে এমনটা ছিল না। ২০১৮ সালে অ্যালোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর তার চুল ঝরে যায়।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বলছে, অ্যালোপিশিয়া অরিয়াটা রোগটি তখন হয়, যখন কোনো ব্যক্তির দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা চুলের ফলিকলকে আক্রমণ করে। আর এর ফলে চুল ঝরে পড়ে।
পিনকেট স্মিথ ২০১৮ সালে নিজের এই রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে বলেছিলেন, প্রথমে তিনি ভয় পেয়েছিলেন যখন গোসল করতে গিয়ে দেখেন তার চুল গোছা ধরে গোড়া থেকে ঝরে পড়ছে।
এরপর পুরো মাথার চুল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন পিনকেট। আর এই অবস্থায় ২০২১ সালে প্রথম অভিনয় করেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে পুরস্কার বিতরণ চলার সময় পিনকেটের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। এরপর সবাইকে হতবাক করে মঞ্চে উঠে তাকে সপাটে চড় কষান উইল স্মিথ, যিনি সেবার সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন।
বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেওয়া ওই চড়কাণ্ডের পর রকের কাছে স্মিথ ক্ষমা চেয়েছেন একাধিকবার। ক্রিসের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করেছেন স্মিথ। কিন্তু তাতে কাজ হয়নি। ক্রিস রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি কথা বলতে প্রস্তুত নন, সময় হলে স্মিথকে ডেকে নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।