বিনোদন ডেস্ক : ঈদের মুক্তি পেয়েছে নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকমহলে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে সিনেমাটি পাইরেসির অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সিনেমা হল থেকে অবৈধভাবে ‘জ্বীন’ চলচ্চিত্রটি ধারণ করে ‘টি ফর তাসনিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করেছে। চলচ্চিত্রটির ধারণকৃত ভিডিও বিভিন্ন খণ্ডিত অংশের হাসি, তামাশা, উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে কারো প্রচারণায় প্রণোদিত হয়ে গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টি ফর তাসনিয়া’ নামের ফেসবুক পেজে প্রকাশ করে অপপ্রচার চালায়।
চলচ্চিত্রটির ভিডিও পাইরেসি এবং কটাক্ষ উক্তি ফেসবুক পেজে প্রচার করায় জাজ মাল্টিমিডিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে ও ‘জ্বীন’ চলচ্চিত্রটি বড় অংকের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করা হলো।
এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, পূজা চেরি, জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।