বিনোদন ডেস্ক : পাইরেটস ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমা সম্পর্কে পিওটিসির প্রযোজক জেরি ব্রুকহেইমার বলেন, বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং আগের একটি পরিচিত মুখ এই ছবিতেও দেখা যাবে। অবশেষ ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ চলচ্চিত্রের আগমন ঘোষণা করেছে ডিজনি।
ভক্তদের জন্য খুশির খবর হচ্ছে, ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্রটিতেও একজন পুরনো অভিনেতাকে দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাতেই চাঞ্চল্য তৈরি হয়েছে, কে সেই একজন অভিনেতা?
ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। প্রতিনিয়তই ডিজনি হাজার হাজার কল পাচ্ছে ভক্তদের কাছে থেকে যেন এই চরিত্রে জনি ডেপকেই নেওয়া হয়। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ডেপ ফিরছেন বলে গুজব ছড়ালেও, এ ব্যাপারে অভিনেতা বা ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এযাবতকালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির পাচটি চলচ্চিত্রে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’র ভূমিকায় অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। ২০০৩ সালে ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’, ২০০৬ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’, ২০০৭ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’, ২০১১ সালে ‘পাইরেটস অব ইয় ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ এবং ২০১৭ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’-এ দেখা গেছে ডেপকে।
স্বভাবতই, বিখ্যাত এই চরিত্রের মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন ডেপ। ডেপকে ছাড়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার কথা অনেকে ভাবতেই পারেন না। এদিকে ষষ্ঠ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় মার্গট রবি থাকছেন বলেও শোনা গিয়েছিল, কিন্তু এবার ডিজনি নিশ্চিত করেছে নতুন ছবির কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
আসন্ন সিনেমাটি সম্পর্কে পিওটিসির প্রযোজক জেরি ব্রুকহেইমার বলেন, বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং আগের একটি পরিচিত মুখ এই ছবিতেও দেখা যাবে। “আমি খুবই উত্তেজিত যে এই ছবিটা দারুণ হবে! আমরা আপাতত চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মূল লেখকদের একজন, টেড ইলিয়ট এ ব্যাপারে সাহায্য করছেন। চরিত্রগুলো সাজাতে তিনি বেশ দক্ষ”, বলেন ব্রুকহেইমার।
ব্রুকহেইমারের এমন বক্তব্যেই আশা আলো দেখছে ডিজনি যে এবারের ছবিটিও ব্যবসাসফল হতে পারে। কিন্তু ডেপের একজন সহ-শিল্পী বলছেন ভিন্ন কথা! ‘জোশামি গিবস’ এর ভূমিকায় অভিনয় করা কেভিন ম্যাকন্যালি বলেন, “আমি জনির ব্যাপারে কোনো খারাপ দিক দেখছি না। তাকে একজন সুন্দর ও মানবদরদী ব্যক্তি হিসেবেই দেখছি। ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে তার পুনরায় অভিনয় করতে কোনো বাধা থাকার কথা নয়।”
বিদ্যা বালান ও কারিনাদের ছেড়ে মীরাকে কেন বিয়ে করেছিলেন শাহিদ
তিনি আরো বলেন, “আমার মনে হয়, সবার একটা ধারণা হয়ে গেছে যে ডেপকে ছাড়া পাইরেটস ফ্র্যাঞ্চাইজির কোনো অস্তিত্ব নেই। হয়তো এটা খুবই সত্যি। কিন্তু এখন অনেকের মনে অন্যান্য প্রশ্নও আসছে যে, কেন আমরা জ্যাক স্প্যারো হিসেবে তাকে ফিরিয়ে আনছি না, কেনই বা নতুন পাইরেটস সিনেমা হবে না!” সূত্র: ইনসাইড দ্য ম্যাজিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।