বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলের পিক্সেল ৮ এবং ৮প্রো’তে ক্যামেরায় বিশেষ রকমের আপগ্রেড করা হতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটির সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গুগলের হাই-এন্ড ফোনের আগামী সংস্করণে থাকতে পারে স্যামসাং আইসোসেল জিএন২ সেন্সর। সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, এই একই সেন্সর ব্যবহার করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ এবং এস২৩ এ। তবে গুগল তার পিক্সেল৬ এ এই আইসোসেল জিএন১ সেন্সর ব্যবহার করেছিল।
জানা যায়, আগের সেন্সরের তুলনায় জিএন২ সেন্সর আকারে বড় এবং তা ৩৫ শতাংশ বেশি আলো নিতে পারে। ফলে লো-লাইটে ভালো পারদর্শিতা দেখাতে পারবে। এতে আরও কিছু নতুন ফিচার রয়েছে। এর মধ্যে রয়েছে ৮কে/৩০ এফপিএস ভিডিও ক্যাপচার সুবিধা এবং স্ট্যাগারড এইচডিআর। সেন্সর ছাড়া আর অল্প কিছু বিশেষ আপগ্রেড থাকছে। ৮প্রো তে থাকবে নতুন টাইম-অফ-ফ্লাইট সেন্সর যা অটোফোকাস পারফরমেন্সকে আরও উন্নত করবে।
আল্ট্রাওয়াইড ক্যামেরার জন্য একটি আধুনিক সেন্সর। এছাড়া গুগল ৬৪-মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৭ সেন্সর ব্যবহারের পরিকল্পনা করছে যা পিক্সেল ৭এ এর প্রাইমারি ক্যামেরায় ব্যবহার করা হয়েছিল। পিক্সেল ৮প্রো’র বর্তমানে পরীক্ষামূলক অবস্থায় কোনও ম্যাক্রো মুড নেই। তবে শেষ পর্যন্ত তা থাকতেও পারে। পিক্সেল ৮ এবং পিক্সেল ৮প্রো তে সেলফি এবং টিলিফটোতে পূর্বসূরীদের মতোই থাকবে।
এছাড়া গুগলের সফটওয়্যার আপগ্রেডের পরিকল্পনা রয়েছে। ক্যামেরা অ্যাপে থাকবে বিশেষ আপগ্রেড। ফোনের ফ্ল্যাশ মডিউলে নতুন ‘অ্যাডাপটিভ টর্চ’ ফিচার থাকতে পারে যা ছবিকে অতিরিক্ত এক্সপোজ হওয়া থেকে রক্ষা করবে। তবে গুগলের একের পর এক পিক্সেল জেনারেশনের ইতিহাস হিসেব করলে দেখা যায় নতুন সংস্করণে তারা ক্যামেরাকে বেশ উন্নতই করছে। সফটওয়্যারে তারা যথেষ্ট কাজ দেখিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।