পিয়ানো বাজিয়েই গান করছে কুকুরটি, ভাইরাল ভিডিও

কুকুর

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

কুকুর

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ডোগোভাইবস’ পেজ থেকে একটি কুকুরের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটমহলের একাংশ রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। ঝলকে কুকুরটিকে তার প্রভুর পিয়ানো বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে। দু’পায়ে দাঁড়িয়েই পিয়ানো বাজাচ্ছিল সে।

ভিডিওর ডেসক্রিপশন অনুযায়ী, এমন করেই নিজের প্রতিটি সন্ধ্যা কাটাতে পছন্দ করে কুকুরটি। নিঃসন্দেহে বলা চলে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলক পছন্দ হয়েছে সমগ্র কুকুরপ্রেমীদের। এই ঝলক দেখে তারা রীতিমতো আপ্লুত। অবশ্য তার ঝলক রয়েছে ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সেই।

রাশিয়াকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন পুতিন

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের পিছনে একটি মেয়ের কন্ঠ শোনা গিয়েছে। তার কথা অনুযায়ী এটি তার এক আঙ্কেলের কুকুর। সে নিজেও এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কুকুরটিকে দেখে সে যে আপ্লুত হয়ে গিয়েছিল ,তা তার কণ্ঠস্বরেই স্পষ্ট। বলাই বাহুল্য, আপাতত নেটজনতা একাংশ রীতিমতো মেতে রয়েছে এই ভিডিওটি নিয়ে। এটি দেখে মন ভালো হয়ে গিয়েছে অনেকেরই। কুকুরপ্রেমীদের কাছে এটি একটি নির্ভেজাল সুন্দর মিষ্টি ঝলক, তা তারা নিজেরাই মানছেন।