পিৎজা ডেলিভারী নিলো জামাকাপড় পরা শিম্পাঞ্জি, তুমুল ভাইরাল ভিডিও

শিম্পাঞ্জি

জুমবাংলা ডেস্ক : নেট নাগরিকদের একাংশ ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করতে থাকেন। কেউ লেখেন, “শিম্পাঞ্জিটিকে মানুষের মতো পোশাক পরাল কে?”পিৎজা দিতে এসে গৃহস্থের বাড়ির ডোরবেল বাজিয়েছিলেন মহিলা। দরজা খুলে যা দেখলেন, তাতে অবাক হয়ে যান তিনি।

শিম্পাঞ্জি

একজন মানুষের মতোই শার্ট-প্যান্ট পরে ডেলিভারি নিতে এলেন এক জন। কিন্তু ‘মানুষের মতো’ কেন, তবে কি মানুষ নন? না, ‘তিনি’ এক জন শিম্পাজি! এমনই কাণ্ড ঘটেছে রাশিয়ায়। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পিৎজা দিতে আসা সেই মহিলা চমকে গেলেও শিম্পা়জিটি তার কোনও অনিষ্ট করেনি। উল্টে পিৎজা নিয়ে সে টাকাও দিয়ে দেয় সেই মহিলাকে। নেট নাগরিকদের একাংশ ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করতে থাকেন।

বাড়ির মধ্যে ঢুকে পড়লো বিরল দুমাথাওয়ালা সাপ, মুহূর্তে তুমুল ভাইরাল

কেউ লেখেন, ‘শিম্পাঞ্জিটিকে মানুষের মতো পোশাক পরাল কে?’ কেউ আবার লিখেছেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। শিম্পাঞ্জিরা খুব বুদ্ধিমান। ওদের অল্প প্রশিক্ষণ দিলেন ওরা সব শিখে নিতে পারে।’