বিনোদন ডেস্ক : টানা ৪ বছরের বিরতি। শাহরুখ খানের শেষ মুক্তি পাওয়া ছবি জিরো। বিপরীতে অভিনয়ে ছিলেন অনুষ্কা শর্মা, তবে এই ছবি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এক কথায়, জিরো থেকে হিরো হয়েই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন কিং খান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পায় ‘পাঠান’। তবে গত এক বছর ধরেই ‘পাঠান’ লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
কিং খান জানিয়ে ছিলেন, যে তিনি ঠিক কোন লুকে ‘পাঠান’ ছবিতে ধরা দেবেন। লুক প্রকাশ্যে পাল্টা বাজিও ধরেছিলেন শাহরুখ খান, মন্তব্য করেছিলেন শাহরুখকে আটকে রাখলেও পাঠানকে কীভাবে আটকাবেন! শাহরুখের সেই লুক ছবি মুক্তির পর যেন আরও বেশি করে চর্চা। ‘বেশরম রং’ ছবিতে তার ফিগার দেখে ভক্তদের চক্ষু চড়ক গাছ। এও সম্ভব! বয়স যেন একটি সংখ্যা মাত্র।
শাহরুখের সেই টোন্ড ফিগার দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল নানা প্রশ্নও। অনেকেই এই ফিগারকে গ্রাফিক্স বলে উল্লেখ করেছিলেন। সকলের ভুল ভাঙতেই প্রকাশ্যে আসেন ঝুমে যো ‘পাঠান’ গানের কোরিওগ্রাফার বস্কো। একটা সময় ‘ওম শান্তি ওম’ ছবি করতে গিয়ে এই প্যাক-এর জন্যই রীতিমত ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। ‘ও হাসিনা ও নীলম পরী’ গানে শাহরুখকে দেখে এক কথায় সকলেই প্রবল সমালোচনার ঝড় তুলেছিলেন।
জানিয়েছিলেন, সিক্স প্যাক নয়, শাহরুখের তো ফ্যামিলি প্যাক। তাঁদেরই এবার যোগ্য জবাব দিলেন কিং খান। তবে শাহরুখ খান মোটেও এই ফিগারের প্রচার করতে রাজি ছিলেন না। এক প্রকার লজ্জাই পেতেন সেটে শার্ট খুলে পোজ দিতে। তবে বস্কো কীভাবে পেরেছিল শাহরুখকে রাজি করিয়ে সেই ছবি তোলাতে?
এতদিনে রহস্য হল ফাঁস, শাহরুখ খান মোটেও রাজি ছিলেন না প্রাথমিকভাবে। ছবির সেটে পিৎজাতে মগ্ন ছিলেন কিং। মনের মতো খাবার পেলে সকলেই বেশ খোশ মেজাজেই থাকেন। শাহরুখ খানও তার ব্যতিক্রম নন। ফলে বস্কোর অনুরোধ আর তিনি ফেলতে পারেননি। যদিও মজার ছলে ব্যঙ্গ করে বস্কোর উদ্দেশে পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রশ্ন করেছিলেন, ‘এই দৃশ্য কি সত্যি গানে নেই? তবে সকলের মনেই প্রশ্ন জেগেছিল, কীভাবে শাহরুখ খান নিজেকে এভাবে তৈরি করলেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।