বিনোদন ডেস্ক : প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিউশ মেহেরজুই ও তার স্ত্রীকে এক অজ্ঞাত হামলাকারী বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। রবিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সরকারি আইআরএনএ এর বার্তা সংস্থা বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানান, মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারের ছুরির আঘাতে মৃত্যু হয়।
ফাজেলি আরও বলেন, পরিচালকের মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উপকণ্ঠে বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে তাদের মৃত অবস্থায় দেখতে পান।
এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেরজুয়ের স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফার অভিযোগ করেন তাকে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে।
এ বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তদন্ত চলছে, তবে কেন এবং কী উদ্দেশ্যে এ দম্পতিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু অনুমানও করা যায়নি।
৮৩ বছর বয়সী মেহেরজুই ১৯৭০ এর দশকের গোড়ার দিকে ইরানের চলচ্চিত্রের নতুন তরঙ্গের সহ-প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ছিলেন। এ পরিচালক ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেল সহ একাধিক পুরস্কার পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।