আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট দিল্লি থেকে দোহা যাচ্ছিল । কিন্তু এক যাত্রী প্লেনের মধ্যে অসুস্থতা বোধ করেন। এরপর পাইলট পাকিস্তানের করাচিতে প্লেনটি জরুরি অবতরণ করান। কিন্তু অবতরণের পর বিমানবন্দরের মেডিকেল দল ওই যাত্রীকে মৃত ঘোষণা করে।
এক বিবৃতিতে এয়ারলাইনটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই মরদেহ নিয়ে প্লেনটিকে ফের করাচি থেকে দিল্লি ফিরে আসার অনুমোদন দেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, ওই যাত্রীর জীবন বাঁচাতেই প্লেনটিকে করাচিতে জরুরি অবতরণ করানো হয়। ভুক্তভোগী নাইজেরিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ৬০ বছর।
ইন্ডিগো জানায়, এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
খবর এনডিটিভির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।