আন্তর্জাতিক ডেস্ক : আবারো আলোচনায় ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক। শোনা যাচ্ছে, নিজের আলাদা শহর তৈরির পরিকল্পনা করছেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসে ইলন মাস্কের কিছু কোম্পানি হাজার একর জমি কিনছে। সেই জমিতে একটি ছোটখাটো শহর তৈরি হবে বলেই জানা গেছে। আর সেখানে ইলন মাস্কের কোম্পানির কর্মীরা থাকবেন এবং কাজ করবেন।
ওই প্রতিবেদন থেকে জানা গেছে, অস্টিনের কাছে অন্তত সাড়ে ৩ হাজার একর জমি কেনা হয়েছে। আর শহর তৈরির কাজ খুব দ্রুতই শুরু হবে। সেই শহরের নাম হতে পারে ‘স্নেইলব্রুক’। ইলন মাস্ক চান বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের কর্মীরা এখানে তৈরি নতুন বাড়িতে আরাম করে থাকবেন। তুলনামূলক কম ভাড়ায় এ শহরের বাড়িগুলো তাদের জন্যই তৈরি করবেন ইলন।
সাড়ে তিন হাজার একর জমিতে মোট ১০০টি বাড়ি করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, খেলার জায়গা, সুইমিং পুলের মতো বিভিন্ন বিলাসবহুল জীবন ধারণের ব্যবস্থাও সেখানে থাকবে।
২০২০ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি টেসলার অফিস ও নিজস্ব বাসভবন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত করবেন। সেই পরিকল্পনা মতো ২০২২ সালে টেসলা অস্টিনের কাছে একটি নতুন গিগাফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন। পাশাপাশি টেক্সাসে স্পেসএক্স ও বোরিং কোম্পানিরও অফিস রয়েছে। এবার এ কোম্পানির কর্মীদের জন্য আলাদা একটি শহর গড়ে দিতে চাইছেন টেসলার নির্বাহী। সূত্র – সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।