বিনোদন ডেস্ক : ‘ব্যাচ ২৭’, ‘২২ এপ্রিল’ কিংবা ‘নেটওয়ার্কের বাইরে’ বা ‘উনিশ কুড়ি’ তৈরি করে দারুণ প্রশংসিত হন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। যার গল্প বলার ধরন জয় করেছে দর্শকদের মন। এবার এই নির্মাতা জানালেন, তার নতুন সিনেমার নাম। ‘ফ্লইট ২২৭’ শিরোনামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
এর গল্প, চিত্রনাট্য আর সংলাপ যথারীতি লিখেছেন আরিয়ান নিজেই। নতুন সিনেমার গল্প বিমান দুর্ঘটনা নিয়ে। যে কথা জানান দিয়েছেন নির্মাতাই। গতকাল বুধবার ফেসবুকে ডামি পোস্টার প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জীবন হঠাৎ থমকে যায়!’
‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এবার গল্পে থাকছে সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব ও ক্রাইসিসের কথা বলা হবে। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায় শেষ কোথায়- সব জানা যাবে সিনেমায়।’
তবে আপাতত সিনেমা অভিনয় শিল্পীদের নাম, শুটিং বা মুক্তির তারিখ; কিছুই বলতে নারাজ আরিয়ান। এমনকি এটি ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বম্বার্ডিয়ার ড্যাশ এইট কিউ-ফোর হানড্রেড বিধ্বস্ত হওয়া থেকে অনুপ্রাণিত কি না, সেটিও বলছেন না আরিয়ান।
চোখ স্থির রেখে ছবিটির দিকে তাকান আর দেখুন কি ঘটে আপনার সঙ্গে
তবে গতকাল রাতে নির্মাতার প্রকাশিত পোস্টরে এটুকু স্পষ্ট, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে প্রায় ছাই, কুণ্ডলি পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ঈগলচোখে তোলা পোস্টারের সেই আভাসই দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।