সেতুর নিচে আটকে গেল আস্ত বিমান! (ভিডিও)

plane-got-stuck-under-bridge

আন্তর্জাতিক ডেস্ক : একটি সেতুর নিচে আস্ত বিমান আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভারতের বিহার রাজ্যের মোতিহারি এলাকার একটী ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটেছে। বিমানটি দেখতে ভিড় জমে গিয়েছিল সেখানে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যস্ত রাস্তায় অন্যান্য যানবাহনের মাঝে বেমানান বিমান দেখতে মানুষের ভিড় জমে যায়। তীব্র যানজটও তৈরি হয়েছিল ওই এলাকায়। দীর্ঘক্ষণের চেষ্টায় বিমানটিকে রাস্তা থেকে সরানো গেছে।

আনন্দবাজার জানিয়েছে, ওই বিমানটি সড়কপথে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল।

একটি ট্রাকের লম্বা পাটাতনের ওপর বিমানটি রাখা হয়েছিল। মোতিহারির পিপরাকোঠি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। কিছুতেই বিমানের বিশাল দেহ সেতুর নিচ দিয়ে গলানো যাচ্ছিল না। ফলে গোটা রাস্তা আটকে যায়।

ওই রাস্তায় দিয়ে যান চলাচল ব্যাহত হয়।

A plane on a large truck got stuck under an overbridge in the Piprakothi area.

গণমাধ্যমটি আরো বলেছে, সেতুর নিচে আটকে বিমানের যথেষ্ট ক্ষতি হয়েছে। বিভিন্ন অংশ ভেঙে গেছে। ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর বিমানটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়। ভাঙা অংশগুলোও সরিয়ে নিয়ে রাস্তা ফাঁকা করে দেয় কর্তৃপক্ষ।

এর আগেও একই রকম ঘটনা অন্ধ্র প্রদেশে ঘটেছিল বলে পত্রিকাটি বলছে। গত বছর নভেম্বর মাসে কোচি থেকে হায়দরাবাদ পর্যন্ত একটি বিমানকে এভাবেই সড়কপথে স্থানান্তরিত করা হচ্ছিল। মাঝে সেটি আটকে যায় এবং যানজটের সৃষ্টি হয়।