লাইফস্টাইল ডেস্ক : গরমকালে ঘর ঠান্ডা রাখতে আমরা নানা উপায় বেছে নিই। এর মধ্যে এয়ারকন্ডিশনার, এয়ারকুলার, ফ্যান। এসব ইলেকট্রনিক ডিভাইস পরিবেশের তাপমাত্রা কমানোর বদলে বাড়িয়ে দেয়। তাই ঘর ঠান্ডা রাখতে নিজেই কিছু উপায় বেছে নিতে পারেন। ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন। তাহলে ঘর ঠান্ডা রাখার পাশাপাশি আরও বেশ কিছু উপকার পাওয়া যাবে। এসির মতো ঠান্ডা হবে না ঘর। কিন্তু স্বস্তি পাওয়ার মতো ঠান্ডা অবশ্যই হবে। কী কী ইনডোর প্ল্যান্ট গরমের সময় ঘরে রাখতে পারেন জেনে নিন।
পিস লিলি : পিস লিলির পাতা বেশ বড়। এর ফলে এটি বেশি কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়। পাশাপাশি বেশি অক্সিজেন তৈরি করে। এতে ঘর ঠান্ডা থাকে।
পথস : পথস সাধারণত মানি প্ল্যান্ট বা টাকার গাছ হিসেবেই পরিচিত। এটি ঘরে লাগালে ঘরের হাওয়া দ্রুত শুদ্ধ হয়ে যায়। পাশাপাশি ঘরের তাপমানও কমে যায়।
স্নেক প্ল্যান্ট : অন্যান্য ইনডোর প্ল্যান্টের মতোই এটির প্রথম কাজ ঘরের হাওয়া শুদ্ধ। কার্বন ডাই-অক্সাইড কমিয়ে অক্সিজেনের জোগান দেয় স্নেক প্ল্যান্ট। এ ছাড়াও ঘরের তাপমাত্রা বাড়তে দেয় না।
অ্যালোভেরা : ত্বকের পরিচর্যায় অনেকেই অ্যালোভেরা ব্যবহার করেন। কিন্তু এর আরও বেশ কিছু গুণ রয়েছে। যেমন ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এটি। পাশাপাশি অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।