প্লাস্টিক সার্জারির পর ফুসফুসে সংক্রমণ, প্রাণ গেল অভিনেত্রীর

চেতনা রাজ

বিনোদন ডেস্ক : মা-বাবার কাছ থেকে লুকিয়ে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন চেতনা রাজ। তার ফলে ফুসফুসের সমস্যা দেখা দেয়। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। মেদ ঝরানোর শখে প্লাস্টিক সার্জারি করে মৃত্যু হল কন্নড় নায়িকার। মাত্র ২১ বছর বয়সে প্রয়াত ‘গীতা’, ‘দোরেসানি’ ধারাবাহিক খ্যাত চেতনা রাজ। সোমবার বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি চেতনাকে।

চেতনা রাজ

মা-বাবার কাছ থেকে লুকিয়ে এই অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের পর নায়িকার ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। জল জমতে শুরু করে ফুসফুসে। মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছেন চেতনার বাবা-মা। চিকিৎসকের অবহেলার জন্য চেতনার মৃত্যু হয়েছে, এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

সোমবারই প্লাস্টিক সার্জারি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন চেতনা। বেঙ্গালুরুর এক সংস্থায় গিয়ে অস্ত্রোপচার করান তিনি। সেখানেই চেতনা অসুস্থ হয়ে পড়ায় সংস্থার কর্মীরা তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন বিকেল সাড়ে ৫টা নাগাদ। হাসপাতালের চিকিৎসকদের হুমকি দিয়ে নির্দেশ দেন, রোগীর অসুস্থতা সম্পর্কে যেন তাঁরা কাউকে কিছু না জানান। কেউ জিজ্ঞাসা করলে যেন বলা হয় চেতনা হৃ্‌দরোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা ৪৫ মিনিট ধরে বুকে পাম্প করা সত্ত্বেও চেতনাকে বাঁচাতে পারেননি। হাসপাতালের চিকিৎসক তাঁর বয়ানে বলেছেন, প্লাস্টিক সার্জারির সংস্থার কর্মীরা জানতেন যে, চেতনার মৃত্যু হয়েছে অনেক আগেই। তার পরেও তাঁরা হুমকি দিতে থাকেন চিকিৎসকদের। পৌনে ৭টা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয়ে চেতনাকে।

অভিনয় বা মডেলিংয়ে দুনিয়ায় এই প্লাস্টিক সার্জারি নতুন নয়। কমল হাসনের কন্যা শ্রুতি হাসন, প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, অনুষ্কা শর্মা প্রত্যেকেই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এবং নিজের মুখে সে কথা স্বীকারও করেছেন তাঁরা। এই তালিকার বাইরে আরও অনেকে আছেন, যাঁদের নিয়ে গুঞ্জন রয়েছে যে তাঁরা সার্জারি করিয়েছেন, কিন্তু তাঁরা নিজেরা কোনও মন্তব্য করেননি কোনও দিন। সেই তালিকায় রয়েছেন আয়েশা টাকিয়া, বাণী কপূর, কাজল, কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কইফ, মৌনী রায় প্রমুখ। শ্রীদেবীর মৃত্যুর পরে অনেকে প্লাস্টিক সার্জারিকেউই কারণ হিসেবে দায়ী করেন। শোনা যায়, তিনি নাকি একাধিক বার সার্জারি করিয়েছিলেন।

পল্লবীর টাকায় অন্য সম্পর্কে ছিলেন সাগ্নিক, দাবি পরিবারের

কেউ ঠোঁটের আকার বদলিয়েছেন, কেউ স্তনের। কেউ বা আবার নাকের। বিনোদন জগতে নিজেকে ‘যুতসই’ বানিয়ে তোলার দায়ে একাধিক নায়িকা নিজেদের শরীরে কাটাছেঁড়া করেছেন। কিন্তু চেতনার সময়ে সেই অস্ত্রোপচার ব্যর্থ। প্রাণই চলে গেল ২১ বছরের অভিনেত্রীর।