জুমবাংলা ডেস্ক : মাছের কোনও পদ রেস্তোরাঁয় অর্ডার দেওয়ার পর তা সার্ভ করে যান ওয়েটার। সেই মাছ যদি প্লেটের মধ্যে আচমকা জেগে ওঠে তাহলে বিপদ। এমন কাণ্ড যে ঘটতে পারে তা কারও কল্পনার বাইরে।
এমনই একটি ভিডিও ট্যুইটারে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে। একটি রেস্তোরাঁয় গ্রাহক মাছের পদের অর্ডার দিয়েছিলেন। সেইমত তাঁকে প্লেটে মাছের পদ সার্ভ করা হয়। প্লেটে একাধিক মাছ ছিল। মাছগুলো স্যালাড দিয়ে সাজানো হয়েছিল প্লেটে।
জাপানে চামচের ব্যবহার কম। সেখানে মানুষজন খাবার তোলার জন্য চপস্টিক ব্যবহার করেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে চপস্টিকটি প্লেটে সাজানো একটি মাছের মুখের কাছে নিয়ে যেতে মাছটি প্লেটের মধ্যেই জেগে ওঠে। তারপর মুখটা হাঁ করে চপস্টিকটি কামড়ে ধরে। কিছুটা সময় মাছটি চপস্টিকটিকে কামড়ে ধরে থাকে।
যে মাছ খেতে দেওয়া হয়েছে রেস্তোরাঁয় সেটি যে জ্যান্ত তা ভাবনার অতীত। মাছ তো রান্না করেই পরিবেশন করার কথা! সেখানে আস্ত জ্যান্ত মাছ! যে আবার বড় হাঁ করে কামড়ে ধরে চপস্টিক!
এই ঘটনা শুধু অবাক করাই নয়, আতঙ্কেরও। কারণ ওই মাছটি খেতে গেলে গ্রাহকের খাওয়া দূরে থাক যে কোনও সময় দুর্ঘটনাও ঘটতে পারত। মাছ মুখে পোরার সময় গ্রাহকের মুখে কামড় দিতে পারত মাছটি।
এক নেটিজেন তো এই ভিডিও দেখার পর সকলকে সতর্ক করে জানিয়েছেন, আগামী দিনে রেস্তোরাঁয় মাছের অর্ডার দিলে আগে যেন সকলে নিশ্চিত হয়ে নেন যে প্লেটে সার্ভ করা মাছটির আগেই মৃত্যু হয়েছে এবং তা ঠিকঠাক রান্না করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।