স্পোর্টস ডেস্ক : এভারটনের বিপক্ষে ৬-০ গোলের জয় পেলেও খেলোয়াড়দের আচরণ নিয়ে বিরক্ত চেলসির কোচ মাউরিসিও পচেত্তিনো। কারণ এক পেনাল্টি নেয়াকে কেন্দ্র করে দলের একাধিক খেলোয়াড় বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি করেছেন। ম্যাচশেষে এমন শিশু সুলভ আচরণের জন্য খেলোয়াড়দের কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পরের বার এমনটা করলে সবাইকে দল থেকে বাদ দেবেন।
আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল চেলসি। তবে স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার (১৫ এপ্রিল) স্বপ্নের মতো এক রাত পার করেছে টিম ব্লুজ। এভারটনকে তারা উড়িয়ে দিয়েছে ৬-০ গোলের বড় ব্যবধানে। একাই ৪ গোল করেছেন কোল পালমার।
মৌসুম জুড়ে বাজে পারফরম্যান্সের পর শেষদিকে এমন জয়ের পর শিষ্যদের পারফরম্যান্স নিয়ে গর্ব হওয়ার কথা চেলসি কোচ পচেত্তিনোর। কিন্তু জয়ের চেয়ে ম্যাচের একটি ঘটনা তাকে বেশি অস্বস্তিতে ফেলেছে। প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে চেলসির সামনে গোল করার সুযোগ আসে ৬৪ মিনিটে। বক্সের ভেতর পালমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি।
রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয়ার পর বল ছিল মালো গুস্তোর হাতে। তার কাছ থেকে সেটি নিতে ছুটে যান ননি মাদুয়েকে এবং নিকোলাস জ্যাকসন। তবে থাবা দিয়ে বলটি কেড়ে নেন মাদুয়েকে। এরপর কিছু সময় ধরে মাদুয়েকে ও জ্যাকসনের মধ্যে চলে বিতণ্ডা। একটু পর দুজনের বিবাদ মেটাতে আসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। অভিজ্ঞ সিলভা কোনো রকমে বুঝিয়ে–সুঝিয়ে সরিয়ে নেন মাদুয়েকেকে। বল তখন জ্যাকসনের হাতেই ছিল। এরপর মাদুয়েকের কাছ থেকে বল নিতে এগিয়ে আসেন পালমার ও অধিনায়ক কনর গ্যালাগার। কথা কাটাকাটির মধ্যে গালাগার বল নিয়ে দেন পালমারের হাতে। এরপর পালমালের কাছ থেকে বল নিতে আবার দৌড়ে আসেন জ্যাকসন।
এ সময় জ্যাকসনকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পালমার। পেনাল্টি নেয়ার জন্য পালমার বল স্পটে বসানোর সময় গ্যালাগার একরকম জোর করে সরিয়ে দেন জ্যাকসন ও মাদুয়েকেকে। পরে পেনাল্টি থেকে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন পালমার।
পেনাল্টি নেয়ার জন্য পালমারকে নির্দিষ্ট করে দিলেও বাকিদের এটা নিয়ে কাড়াকাড়ি, বিতণ্ডা আর ধাক্কাধাক্কিতে হতাশ কোচ পচেত্তিনো। শিষ্যদের এমন শিশুসুলভ আচরণে বিরক্তও তিনি। ম্যাচশেষে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন আর্জেন্টাইন এ কোচ।
পচেত্তিনো বলেন, ‘এ ধরনের আচরণ আমি মানতে পারছি না। আমি ওদের বলেছি, শেষবারের মতো তোমাদের শিশুসুলভ আচরণ সহ্য করেছি। এমন পারফরম্যান্সের পর এ ধরনের আচরণ করা অসম্ভব ব্যাপার। আমরা যদি সেরা দল হতে চাই, তাহলে আমাদের এসব (নিজেদের মধ্যে গণ্ডগোল) থামাতে হবে এবং ঐক্যবদ্ধভাবে চিন্তা করতে হবে। ওরা সবাই এ পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরেরবার এমনটা করলে সবাইকে বাদ দেব। এটা ঠাট্টার বিষয় না।’
৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে অবস্থান করছে চেলসি। ইউরোপের আগামী মৌসুমের প্রতিযোগিতায় নিজেদের নাম দেখতে চাইলে বাকি থাকা ৭ ম্যাচে উন্নতি করতে হবে টেবিলে। চলতি মৌসুমে লিগ শিরোপা জয় থেকে ছিটকে গেলেও তাদের সমানে সুযোগ এফএ কাপের শিরোপা দখলে নেয়ার। আগামী ২০ এপ্রিল প্রতিযোগিতাটির সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।