স্পোর্টস ডেস্ক : তাইজুল ইসলামের ঘূর্ণিতে সিলেট টেস্টের চতুর্থ দিনে দাঁড়াতেই পারেনি কোনো কিউই ব্যাটার। চতুর্থ দিন শেষে ৩৩২ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড সংগ্রহ করতে পেরেছে ১১৩ রান। খোয়া গেছে ৭ উইকেট। জয়ের জন্য এখনো ব্ল্যাক ক্যাপসদের চাই ২১৯ রান।
খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম। এই টেস্টে এখন পর্যন্ত আট উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। সাকিব না থাকলে বাংলাদেশ টেস্ট দলের বোলিং আক্রমণের নেতৃত্ব অনেকটাই তার কাঁধেই বর্তায়। বিষয়টি তাইজুলও বেশ উপভোগ করেন।
সংবাদ সম্মেলনে এসে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তাইজুল। উত্তরে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগে।’ কিছুক্ষণ চিন্তা করে এরপর যোগ করেন, ‘কিন্তু বুড়ো বানিয়ে দিয়েন না আবার (হাসি)!’
তার কাছে প্রশ্ন ছিল, টেস্টে সাকিব আল হাসান না থাকলে ভূমিকা নিয়ে। উত্তরে দলের ভালো খেলাটাই জরুরি বলছেন এই বাঁহাতি স্পিনার। সাকিব না থাকলেও দলের পরিকল্পনা অনেকটা একই থাকে বলে জানালেন তিনি।
তাইজুল বলেন, ‘আরেকজনেরটা তো আমি করতে পারবো না। আরেকজন আবার আমারটা করতে পারবে না। আমি আমার পরিকল্পনায় থাকি। সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সাথে আরও স্পিনাররা আছে। গেম বাই গেম পরিকল্পনা এরকম হয়-কেউ উইকেট নেবে, কেউ রান আটকে রাখবে। আমি রান আটকালে হয়তো মিরাজ বা নাঈম উইকেট পেত। যে থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলছি কি না এটাই জরুরি। ’
প্রায় ৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা তাইজুল ইসলামের। নিয়মিত অন্তত লাল বলের ক্রিকেটে পারফর্মও করছেন তিনি। এখন দলের সিনিয়র ক্রিকেটারদের একজন। তবুও কি দলে যথেষ্ট গুরুত্ব পান তাইজুল?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুশি অখুশির কিছু নাই। অবশ্যই একজন খেলোয়াড় যখন ৮-১০-১২ বছর খেলে, অবশ্যই অভিজ্ঞতা থাকে। ক্রিকেটে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগে। অধিনায়ক কোচের উপর নির্ভর করে আমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।