আন্তর্জাতিক ডেস্ক : ভীতিকর দেখতে সরীসৃপ সাপ হঠাৎ সামনে চলে এলে লোকজন হকচকিয়ে যায়। দ্রুত, কিন্তু সতর্কভাবে সরে যাওয়ার চেষ্টায় থাকে। কারণ নড়াচড়া করলেই বিপদ বেশি। তবে বড়দের মধ্যে এ ধরনের ভীতি থাকলেও শিশুমন এসব বোঝে না। আর তাতে মারাত্মক বিপদসহ নানা বিচিত্র ঘটনার নজির আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপের সঙ্গে এক শিশুর বিচিত্র ধরনের ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে সাপের লেজ ধরে টানাটানি করতে দেখা যায় শিশুটিকে।
বাগানে পোষা কুকুরের সঙ্গে খেলছিল শিশুটি।
সে গাছের একটি মরা ডাল কুড়িয়ে দূরে ফেলে দিচ্ছিল আর কুকুরটি তা মুখে করে নিয়ে ফিরে আসছিল। এক পর্যায়ে শুকনা ডাল ভেবে ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি সাপের লেজ ধরে টানতে থাকে শিশুটি। পাশে দাঁড়িয়ে সন্তানের কাজ ক্যামেরাবন্দি করতে ব্যস্ত বাবার নজরে পড়ে বিষয়টি। তত্ক্ষণাৎ তিনি সন্তানের হাত থেকে সাপটি ছোঁ মেরে কেড়ে নিয়ে দূরে ফেলে দেন।
এদিকে কুকুরটি ভাবে তাকে আরেকটি ডাল নিয়ে আসার কাজ দেওয়া হয়েছে। দৌড়ে সেদিকে যাওয়ার খানিক পরই কুকুরটি বুঝতে পারে, ডাল নয় বরং সেটি জলজ্যান্ত এক সাপ। ভয়মিশ্রিত মজার ভিডিওটি দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকেই শিশুটির সাহস নিয়ে মজা করে কমেন্ট করছে। অনেকে বলছে, কুকুরটি কী ধোঁকাটাই না খেল! কেউ বাবার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ার তারিফ করেছে।
বাগানের জায়গাটি আগেই ভালোভাবে না দেখে শিশুসন্তানকে সেখানে ছেড়ে দেওয়ায় পরিবারের লোকদের সমালোচনাও করেছে অনেকে। সূত্র : এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।