এবার হ্যাভেন স্টুডিওস অধিগ্রহণ করল সনি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কানাডাভিত্তিক নতুন গেম ডেভেলপমেন্ট ফার্ম হ্যাভেন স্টুডিওস অধিগ্রহণে একটি চুক্তি স্বাক্ষর করেছে সনি। এক বছরেরও বেশি সময় ধরে সনির সঙ্গে কাজ করে আসছে হ্যাভেন স্টুডিওস।

অধিগ্রহণের পর প্লেস্টেশন স্টুডিওসে কাজ করবে হ্যাভেন। আসাসিনস ক্রিডের সহপ্রতিষ্ঠাতা ও স্টাডিয়া গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাবেক প্রধান জেড রেমন্ডের হাত ধরে গত বছরের মার্চে হ্যাভেন স্টুডিওসের যাত্রা হয়।

স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও এত দিন এটি সনির সহযোগিতায় পরিচালিত হয়ে আসছিল। গিজমোচায়না

ব্যবহার অযোগ্য ডিভাইসে উইন্ডোজ ১১ ব্যবহার নিয়ে যা জানালো মাইক্রোসফট