বিনোদন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনের পক্ষে নিজের দৃঢ় অবস্থান জানান দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। দেশে অন্তর্বর্তী সরকার গঠন হলে কিছু দিন আগে তিনি এক পোস্টে জানান, এখন হতাশ হলেও বলা যাবে না। এ পোস্ট নিয়ে হইচই শুরু করে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত তথা সরকারবিরোধীরা। তবে অভিনেত্রী, তখনই জানিয়ে দিয়েছিলেন, হতাশ হলেও যারা খুশি হচ্ছেন তাদের আর চান না।
এবার ভাইরাল হয়েছে ফারিয়ার আরেকটি ফেসবুক পোস্ট। দীর্ঘ পোস্টে অন্তর্বর্তী সরকারের সমালোচনা ও সরকার প্রতি হতাশার কথা বলা আছে। তবে ফারিয়া জানালেন, পোস্টটি তার দেওয়া নয়, এডিটেড। এ পোস্টটি নিয়ে যারা খুশি হয়েছেন তাদের জানালেন, ‘প্লিজ খুশি হইয়েন না’।
আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ফারিয়া লেখেন, ‘ ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
আওয়ামী লীগ সমর্থকদের প্রতি ইঙ্গিত করে তিনি লেখেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলের তুলে ধরে ফারিয়া লেখেন, ‘‘স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসত, ‘‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’’, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ-সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।