বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাজগতের একেকটি বিস্ময়কর ছবি প্রকাশ করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব টেলিস্কোপের ছবির পর এবার প্লুটো গ্রহের রঙিন ঝকঝকে ছবি প্রকাশ করেছে নাসা। যেখানে প্লুটো গ্রহকে রংধনুর সাত রং ছেয়ে গেছে।
পৃথিবী থেকে ৫০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান প্লুটো গ্রহের। মহাশূন্যের গহিনে পৃথিবীর মতো সে-ও ঘুরে চলেছে অনবরত। সূর্যকে মাঝখানে রেখেই চলছে তার নিত্যসাধনা। তবে পৃথিবীর মতো এত বড় সে গ্রহ নয়, কিছুটা ছোট গ্রহ এটি।
সূর্যের সংসারে পৃথিবীর চেয়ে অনেক দূরে ঠাঁই তার। ছোট্ট সেই গ্রহের অপূর্ব ছবি শেয়ার করল নাসা। রংধনুর রং ফুটে উঠল সূর্যের সংসারের ছোট গ্রহের গায়ে।
প্রায় প্রতিদিনই মহাশূন্যের কিছু না কিছু অভূতপূর্ব ছবি সামনে এনে পৃথিবীর মানুষকে চমকে দিচ্ছেন নাসার বিজ্ঞানীরা। এদিন তাদের ঝুলি থেকে বেরিয়ে এসেছে রঙিন প্লুটো।
নাসার তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, এই রংধনুর শেষ কোথায়? প্লুটোর এক এক প্রদেশের এক একরকম রঙের অবস্থান বোঝাতেই এ ছবি। প্লুটোর ভূপৃষ্ঠ জটিল এবং রহস্যময়। এখানে পাহাড়, উপত্যকা, সমভূমি যেমন রয়েছে, তেমনি রয়েছে বরফে ঢাকা মসৃণ ভূত্বক।
নিউ হরাইজন স্পেস প্রোব এ ছবিটি তুলেছে। নাসার এই স্পেসক্রাফটটি ছয় মাস ধরে প্লুটোর চারদিকে প্রদক্ষিণ করে অনেক তথ্য সংগ্রহ করেছে। এই ছবিও এসেছে সেখান থেকেই। এদিকে চেনা প্লুটোর এমন অচেনা রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটিকে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।