আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি প্রেসিডেন্ট আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান।
পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা এক অনাস্থা প্রস্তাব বাতিল করে দেওয়ার পর ইমরান জাতির উদ্দেশে এ ভাষণ দেন বলে জানিয়েছে ডন।
ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের ধারা ৫ এর পরিপন্থি বলে পার্লামেন্টে বলেন ডেপুটি স্পিকার।
সংবিধানের ওই ধারায় বলা হয়েছে- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব।
ভাষণে ইমরান অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, ডেপুটি স্পিকার বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা বাতিল করে দিয়েছেন।
ইমরান জানান, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন।
“গণতন্ত্রীদের জনগণের কাছে যাওয়া উচিত এবং নির্বাচন হওয়া উচিত; জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় চায়,” বলেছেন তিনি।
প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ইমরান খান জয়ী হবেন কি না, সে প্রশ্নে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোট ছিল রবিবার । এদিন দুপুরে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই ওই প্রস্তাব উত্থাপিত হওয়ার পর ডেপুটি স্পিকার কাশিম সুরি তা খারিজ করে দেন। ব্যাপারটিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অসাংবিধানিক’ বলে। ষড়যন্ত্রের কারণে এই প্রস্তাব তোলা হয়েছে বলে মন্তব্য করেন কাশিম সুরি। এরপরই অধিবেশন মুলতবি করেন তিনি। এক পর্যায়ে বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।