বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অভিনয় শিল্পীরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণভবনে হাজির হয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, অভিনেত্রী শমী কায়সার, উর্মিলা শ্রাবন্তী কর, শামীমা তুষ্টি, তানভীন সুইটি প্রমুখ।
নির্বাচনের আগেই আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এ তারকাদের। দলটির নিরঙ্কুশ বিজয়ের পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘শেখ হাসিনাতেই আস্থা আছে, ছিল এবং আজীবন থাকবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অভিনন্দন ও ভালোবাসা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’
এছাড়াও এদিন গণভবনে হাজির হয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে নৌকা ২২৩, লাঙ্গল ১১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১ (নৌকা), জাসদ ১, বাংলাদেশ কল্যাণ পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থী ৬১টি আসনে জয়লাভ করেছেন।
ভারত থেকে ব্রিটিশরা কত টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে? জানলে অবাক হবেন
গত ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নেয়। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুতে এক আসনে ভোট স্থগিত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।