আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারত। এমন অবস্থায় বাড়ির ছাদে উঠে কোনরকম চুলা ছাড়া, শুধুমাত্র রোদের তাপে ডিম পোচ করলেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পুচু বাবু’ নামক একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে রোদের তাপে ডিম ভাজার এমন ভিডিও। ভিডিওতে দেখানো হয়, ডিম ভাজার সময় সেখানকার তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
ভিডিওতে দেখানো হয়, প্রথমে বেশ কিছুক্ষণ পাত্রটিকে রোদের তাপে গরম করে নিয়েছেন ঐ ব্যক্তি। তারপর ডিমটিকে আলতো করে ফাটিয়ে পাত্রে ছড়িয়ে দেযন। কিছুক্ষণ পর দেখা যায় ডিমটি চরচর শব্দে ফুটতে থাকে। তিনি তার স্প্যাচুলা ব্যবহার করে প্যান থেকে ডিম তুলে ফেলেন। দেখা যায় ডিম সত্যিই ভাজা হয়ে গেছে। এমনকি ভাজার পর ডিমটি খেয়েও দেখান তিনি।
ভিডিওটি এখন পর্যন্ত ১৭ লাখ ভিউ এবং ১৪ হাজার মন্তব্য পেয়েছে। ভিডিওটি দেখে অনেক ফেসবুক ব্যবহারকারী হতবাক হয়ে যায়। কেউ কেউ রসিকতা করে বলছেন, “ভাই, নেক্সট টাইম চিকেন কারি প্লিজ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।