ধর্ম ডেস্ক : সৌদি আরবে দেখা গেছে মাহে রমজানের চাঁদ। যে কারণে দেশটিতে স্থানীয় সময় রোববার প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সোমবার (১১ মার্চ) এ বছরের প্রথম রোজা পালন করছেন সৌদির মুসলমানরা। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিনজন।
রবিবার (১০ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক। এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস।
তারাবির পর বিতরের নামাজেও ইমামতি করেন শায়খ সুদাইস। এ ছাড়া এদিন ইশার নামাজেও ইমামতি করেন এ শায়েখ। অন্যদিকে মসজিদে নববীতে রমজানের প্রথম তারাবির নামাজে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম।
রোববার স্থানীয় সময়ে সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্রে তারাবির নামাজ আদায় করা হয়েছে। সোমবার থেকে রোজাও রাখছেন এ সব দেশের মুসলমানরা। তবে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ওমানে রোববার চাঁদ দেখা যায়নি। এসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।