ধর্ম ডেস্ক : কিছু গুণ বা গুণের অধিকারী মানুষকে মহান আল্লাহ ভালোবাসেন। আবার এমন কিছু দোষ আছে, যেসবের অধিকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন না। উভয় শ্রেণির মানুষের বিষয়ে পবিত্র কোরআনে বর্ণনা আছে। এখানে এ বিষয়ে পবিত্র কোরআনের আয়াতগুলো সংকলন করা হলো—
১. নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯৫)
২. নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)
৩. আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)
৪. আল্লাহ মহৎ কর্মীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)
৫. আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)
৬. আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৮)
৭. আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)
৮. আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ১৩)
৯. আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৪২)
১০. আল্লাহ সহানুভূতিশীলদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৯৩)
১১. আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৪)
১২. আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৭)
১৩. আল্লাহ পরিশুদ্ধকারীদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ১০৮)
১৪. আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। (সুরা : হুজুরাত, আয়াত : ৯)
১৫. আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন।(সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)
১৬. আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় সিসাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে লড়াই করে।(সুরা : সফ, আয়াত : ৪)
যেসব দোষ আল্লাহ অপছন্দ করেন
১. আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯০)
২. আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২০৫)
৩. আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৬)
৪. আল্লাহ কাফিরদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)
৫. আল্লাহ জালিমদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)
৬. আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪০)
৭. আল্লাহ প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ৩৬)
৮. আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপীকেও অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ১০৭)
৯. আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৬৪)
১০. আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৮৭)
১১. আল্লাহ আত্মসাৎকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৫৮)
১২. আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন।(সুুরা : হজ, আয়াত : ৩৪)
১৩. আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৬)
১৪. আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৭)
১৫. আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অপছন্দ করেন। (সুরা : লুকমান, আয়াত : ১৮)
১৬. আল্লাহ উদ্ধত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন। (সুরা : হাদিদ, আয়াত : ২৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।