স্পোর্টস ডেস্ক : পেশাগত ক্যারিয়ারে পরিবার ছাড়া অনেকবারই দেশের বাইরে ঈদ করতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। লাল সবুজের জার্সি থেকে বিরতি পাওয়ার পর এখন তার বেশিরভাগ সময় কাটে পরিবারের সঙ্গেই। এবার তাই দেশের বাইরে ঈদ করলেও তার সঙ্গী ছিল স্ত্রী-সন্তানরা। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে রোজা পালন ও ঈদ উদযাপনে ভিন্ন এক অনুভূতির কথা জানিয়েছেন নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে।
বাংলাদেশের একদিন আগে শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে উদযাপিত হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সপরিবারে ওমরাহ করার সুবাধে সেখানে ঈদ উদযাপন করেছেন মাশরাফীও।
তবে এবারের ঈদ পালন নিয়ে তার উপলব্ধিটা একটু ভিন্ন। তার আগে সেখানে রাখা রোজার অনুভূতি নিয়েও কথা বলেছেন তিনি। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র ভূমিতে (মক্কা-মদিনা) রোজা ও ঈদ পালনের অভিজ্ঞতা বোঝাতে গিয়ে মাশরাফী তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আমার নবীজি যিনি হাজারও কষ্ট সহে ওনার উম্মতদের জন্য শুধু মহান আল্লাহর কাছে দোয়া করেছেন আর হেদায়েত চেয়েছেন, আজ এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে রোজা আর ঈদ করতে পারা কতোটা শান্তির তা এখন বুঝতে পারছি।’
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মাশরাফী আরও লেখেন, ‘আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে রোজা এবং ওমরাহ কবুল করে নিয়েন।’
মাশরাফীর সঙ্গে তার স্ত্রী সুমনা হক সুমি, ছেলে সাহিল মোর্ত্তজা ও মেয়ে হুমাইরা মোর্ত্তজাও ছিলেন। তাদের ছবি সহ নিজের ফেসবুক পেজে ভিন্ন এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফী লেখেন, ‘আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।