পবন সিংয়ের সাথে রোমান্সে নুপুর উপাধ্যায়, তুমুল ভাইরাল ভিডিও

পবন সিংয়ের সাথে রোমান্সে নুপুর

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে নুপুর উপাধ্যায় ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা।

পবন সিংয়ের সাথে রোমান্সে নুপুর

ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

নুপুর উপাধ্যায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি পবন সিংয়ের সাথে তার একটি রোমান্টিক গানের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যার সূত্র ধরেই ভক্তদের মাঝে আপাতত চর্চায় অভিনেত্রী।

জনপ্রিয় হিট ভোজপুরি গান ‘লাগেলু হুনারি মুনারি’র সাথেই পর্দায় পবন সিংয়ের সাথে দেখা মিলেছে তার। ছবির গানের দৃশ্যে একেবারে গদগদ ভাবে প্রেম করতে দেখা গিয়েছে তাদের। আর পর্দায় তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। সকলের জন্য রইল সেই ভিডিওটি।

Pawan Singh (लागेलू हुनरी मुनरी) - Full VIDEO Song - प्यार भरा गाना - Lagelu Hunari Munari -Hit Song

জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ থেকে ৩ বছর আগে এই হিট ভোজপুরি তারকা জুটির এই জনপ্রিয় গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই গানের ভিডিওটি তিন কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। নিজেদের প্রিয় জুটিকে পুনরায় একসাথে রোমান্স করতে দেখে খুশি ভক্তরাও।

উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ওয়ান্টেড’এর। ছবিতে স্বয়ং পবন সিং ও নুপুর উপাধ্যায়ই গেয়েছিলেন এই গানটি। গানের কথা দিয়েছিলেন অরবিন্দ তিওয়ারি। সুর দিয়েছিলেন ছোট বাবা বাশি।

দুই বছর স্থির থাকবে গৃহস্থালি জ্বালানি বিল : লিজ ট্রাস

এই মুহূর্তে পুনরায় ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে আবারো ভাইরাল হয়েছে ‘ওয়ান্টেড’ ছবির এই গানটি। আর তা ভাইরাল হওয়ার সাথে সাথেই আবারো একাংশের মাঝে চর্চার আলোয় পবন সিং ও নুপুর উপাধ্যায়।