জুমবাংলা ডেস্ক : আর মাত্র পাঁচ দিন পরেই গণসংযোগ ও প্রচার প্রচারণার সমাপ্তি টানবে ইসি। আর এই শেষ ৫ দিনের গুরুত্বপূর্ণ গণসংযোগ ও প্রচার প্রচারণা রেখে সস্ত্রীক ওমরা হজে গেলেন লাঙ্গল প্রতীকের জাপার এক প্রার্থী।
শনিবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) গণসংযোগ ও পথসভা শেষে ফেনী ত্যাগ করেন জাপার এ প্রার্থী। ওমরা পালন শেষে সোমবার (১ জানুয়ারি) রাতে দেশে ফিরবেন তিনি।
২ জানুয়ারি মঙ্গলবার থেকে তিনি আবার গণসংযোগসহ নির্বাচনী সকল কর্মকাণ্ড চালাবেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, নির্বাচনী মাঠে লাঙ্গলের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী না থাকাতে কোনো প্রভাব পড়বে না। দলীয় সিদ্ধান্তে আমরা সবাই জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছি।
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, ২৮ ডিসেম্বর থেকে ভোটকেন্দ্র অনুযায়ী আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ যৌথ কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কেন্দ্র ভিত্তিক কেন্দ্র প্রধানদের নিজ নিজ এলাকায় গণসংযোগ, মিছিল, পথসভাসহ প্রচার প্রচারণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফেনী-৩ আসনে লাঙ্গলের সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহ। তিনি সৌদি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।