বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সপ্তাহে রেডমি তাদের বহু প্রতীক্ষিত রেডমি কে৫০ সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। তবে এই সিরিজের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের রেডমি কে৪০এস স্মার্টফোনটিও চীনা বাজারে পা রেখেছে। চীনে লঞ্চের পর রেডমির এই ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। সেইমতোই রেডমি কে৪০এস -এর গ্লোবাল ভ্যারিয়েন্টটিকে এবার গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে স্পট করা হয়েছে।
এদিকে জল্পনা রয়েছে যে, এই স্মার্টফোনটি চীনের মূল ভূখণ্ডের বাইরে পোকো ব্র্যান্ডিং সহ লঞ্চ হবে। এটি পোকো এফ৪ নামে বাজারে পা রাখতে পারে। মনে করা হচ্ছে ভারতের বাজারেও এই একই নামে হ্যান্ডসেটটি উন্মোচিত হতে পারে।
উল্লেখ্য, আসন্ন পোকো ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে রেডমি কে৪০এস -এর মতো একই স্পেসিফিকেশন দেখা যেতে পারে। তবে ব্যাক প্যানেলের ডিজাইনে কিছু পার্থক্য থাকতে পারে।
তাই আশা করা যায়, উল্লেখিত পোকো এফ৪-এ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে।
ফটোগ্রাফির জন্য, পোকো এফ৪-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল (ওয়াইড) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম দেওয়া হবে এবং ফোনের সামনে উপস্থিত থাকবে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এছাড়াও, পোকো এফ৪ -এ ডুয়েল স্টেরিও স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে। তবে পোকো এখনও আপকামিং Poco F4 মডেলটির আগমনের বিষয়ে কোনও তথ্যই প্রকাশ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।